বন্যার জলে ভেসে গেল হোটাইট হাউস

ওয়াশিংটন: হঠাৎ বানে ভেসে গেল ওয়াশিংটন৷ জলের তোড়ে গাড়ি-বাড়িও ভেসে গিয়েছে৷ জলমগ্ন বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্রের রাজধানী৷ দুর্ভোগে কয়েক লক্ষ নাগরিক৷ এমনকী, হোটাইট হাউসের বেসমেন্টেও ঢুকেছে জল৷ জেলর তোড়ে ভেসেছে প্রেসিডেন্ট নিবাসের পশ্চিম দিক৷ ভ্যাকুয়াম পাম্প দিয়ে বের করতে হয়েছে জমা জল৷ স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাব কমবে৷ মঙ্গলবারই আকাশ হবে রোদ ঝলমলে। জলও

বন্যার জলে ভেসে গেল হোটাইট হাউস

ওয়াশিংটন: হঠাৎ বানে ভেসে গেল ওয়াশিংটন৷ জলের তোড়ে গাড়ি-বাড়িও ভেসে গিয়েছে৷ জলমগ্ন বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্রের রাজধানী৷ দুর্ভোগে কয়েক লক্ষ নাগরিক৷ এমনকী, হোটাইট হাউসের বেসমেন্টেও ঢুকেছে জল৷

জেলর তোড়ে ভেসেছে প্রেসিডেন্ট নিবাসের পশ্চিম দিক৷ ভ্যাকুয়াম পাম্প দিয়ে বের করতে হয়েছে জমা জল৷ স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাব কমবে৷ মঙ্গলবারই আকাশ হবে রোদ ঝলমলে। জলও নামতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *