বিয়ের আগে বাধ্যতামূলক ৩ মাসের প্রশিক্ষণ দেবে সরকার

জাকার্তা: পাত্র-পাত্রী রাজি হলে বা বাড়ি থেকে সম্বন্ধ ঠিক হলেও আর বিয়ে করা যাবে না৷ বিয়ে করতে গেলে আগে শেষ করতে হবে প্রি-ওয়েডিং কোর্স৷ যে কোর্সের মেয়াদ তিন মাস৷ সেই কোর্স সফলভাবে শেষ করে সরকারের থেকে শংসাপত্র নিয়ে করা যাবে বিয়ে৷ ২০২০ সাল থেকে এই রকম নিয়ম চালু হতে চলেছে ইন্দোনেশিয়ায়৷ সম্প্রতি দেশের হিউম্যান ডেভেলপমেন্ট

e64e7a76e7b768490664646a24bec6a1

বিয়ের আগে বাধ্যতামূলক ৩ মাসের প্রশিক্ষণ দেবে সরকার

জাকার্তা: পাত্র-পাত্রী রাজি হলে বা বাড়ি থেকে সম্বন্ধ ঠিক হলেও আর বিয়ে করা যাবে না৷ বিয়ে করতে গেলে আগে শেষ করতে হবে প্রি-ওয়েডিং কোর্স৷ যে কোর্সের মেয়াদ তিন মাস৷ সেই কোর্স সফলভাবে শেষ করে সরকারের থেকে শংসাপত্র নিয়ে করা যাবে বিয়ে৷

২০২০ সাল থেকে এই রকম নিয়ম চালু হতে চলেছে ইন্দোনেশিয়ায়৷ সম্প্রতি দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল মন্ত্রী ঘোষণা করেছেন, এই নিয়মের কথা৷ ২০২০ সাল থেকে এই নিয়ম চালু হবে বলে জানিয়েছেন তিনি৷ কিন্তু এই কোর্সে পাশ না করলে কী হবে? জবাব দিয়েছেন তিনি৷

মন্ত্রী জানিয়েছেন, এই কোর্স পাস না করলে করা যাবে না বিয়ে৷ তবে এই কোর্স করতে পকেটের টাকা খরচ করতে হবে না৷ সেই বিবাহে ইচ্ছুককে সরকার বিনামূল্যে প্রশিক্ষণ দেবে৷ তিন মাসের কোর্সে থাকবে যৌনশিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান বড় করার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *