নিউজিল্যান্ড : দুটি মসজিদে বন্দুকবাজের হামলায় ৫০ জনের মৃত্যুর ৬ দিন পর মিলিটারি ধাঁচের সেমি অটোমেটিক এবং অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করে দিচ্ছে নিউজিল্যান্ড। আনা হচ্ছে কড়া অস্ত্র আইন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন জানিয়েছেন, ১১ এপ্রিলের মধ্যেই নয়া অস্ত্র আইন কার্যকর হবে। গত শুক্রবার এক বন্দুকবাজ ক্রাইস্টচার্চে হামলা চালায়। তার হাতে ছিল এআর-১৫ সেমি অটোমেটিক রাইফেল। ১৯৯৬ সালে বন্দুকের গুলিতে পোর্ট আর্থারে ৩৫ জনের মৃত্যুর পর অস্ট্রেলিয়া সেমি অটোমেটিক বন্দুক নিষিদ্ধ করেছে। সেখানেও ব্যবহৃত হয়েছিল এআর-১৫ বন্দুক। আমেরিকাতেও একাধিক হামলায় ব্যবহার করা হয়েছে এই বন্দুক। নিউজিল্যান্ডে বন্দুকের লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স ১৬, সেমি অটোমেটিক রাইফেলের ক্ষেত্রে ১৮ বছর।