ঢাকা: এই বছর নিরাপত্তার কারণে বাংলাদেশের রাস্তায় মুখোশ পরে পয়লা বৈশাখের শোভাযাত্রা নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। প্রতিবছর পয়লা বৈশাখের অনুষ্ঠানে শামিল হয় বাংলাদেশের আপামর বাঙালি।
ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র মধ্যে দিয়ে প্রতিবারই পালিত হয় বর্ষবরণের উত্সব। বর্ষবরণের উত্সবে মেতে ওঠে বাঙালি। তবে এত বছর ধরে শোভাযাত্রায় রংবেরঙের মুখোশ ব্যবহার করা হলেও এই বছর নিরাপত্তাজনিত কারণে সেদেশে মুখোশের ব্যবহারে নিষিধাজ্ঞা জারি করেছে শেখ হাসিনা সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখোশের আড়ালে লুকিয়ে কোনও সন্ত্রাসবাদী যাতে কোনওরকম নাশকতামূলক কাজ না করতে পারে তার জন্য এবং সেইসঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা অক্ষত রাখতেই এই সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভুভুজোলা বাঁশিতেও।