খুলে গেল নরকের দ্বার! ৪০ বছর ধরে জ্বলছে শয়তানের গর্ত!

তুর্কমেনিস্তান : মহাভারতে বর্ণিত আছে ধর্মপুত্র যুধিষ্ঠির সারা জীবনে মাত্র একটি মিথ্যে বলেছিলেন৷ আর সেই কারণে পাণ্ডবদের সঙ্গে মহা প্রস্থানের পথে যাওয়ার সময় তাঁর নরক দর্শন হয়েছিল৷ পাপ-পুণ্যের এসবের কথা শুনলে অনেকের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে ওঠে৷ আদৌ কি সেই সত্যি কি না, তা নিয়ে নানান মত থাকলেও এবার কার্যত সেই নরকের সন্ধান মিলল

9962e11e0afdaa279e3922ed59ddb1ca

খুলে গেল নরকের দ্বার! ৪০ বছর ধরে জ্বলছে শয়তানের গর্ত!

তুর্কমেনিস্তান : মহাভারতে বর্ণিত আছে ধর্মপুত্র যুধিষ্ঠির সারা জীবনে মাত্র একটি মিথ্যে বলেছিলেন৷ আর সেই কারণে পাণ্ডবদের সঙ্গে মহা প্রস্থানের পথে যাওয়ার সময় তাঁর নরক দর্শন হয়েছিল৷ পাপ-পুণ্যের এসবের কথা শুনলে অনেকের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে ওঠে৷ আদৌ কি সেই সত্যি কি না, তা নিয়ে নানান মত থাকলেও এবার কার্যত সেই নরকের সন্ধান মিলল পৃথিবীতে৷

আজ থেকে ৪০ বছর আগের কথা৷ হঠাৎ তুর্কমেনিস্তানে কারাকুম মরুভূমির দেরওয়াজে গ্রামের কাছে একটি প্রকান্ড গর্ত থেকে বেরিয়ে আসতে প্রকাণ্ড আগুন৷ ২৩০ ফুট ব্যাস ও ৬৫ ফুট গভীর এই গর্ত থেকে৷ এই গর্তকে শয়তানের চারণ ক্ষেত্রও বলে বনে করেন তুর্কমেনিস্তানের বাসিন্দারা৷

কেননা, ১৯৭১ সাল থেকে এই ভাবেই জ্বলছে এই গর্তের আগুন৷ আর তা দেখেই উৎসাহী মানুষের ভিড়ের শেষ এখনও হয়নি৷ কিন্তু এই গর্তের পিছনে রহস্য ভাঙতে ১৯৭১ সালে একদল রুশ ভূতত্ত্ববিদ এই স্থানে আসেন খনিজ তেল ও গ্যাসের অনুসন্ধান করতে৷ কিন্তু, তাঁদের মৃত্যু হয়৷ এর পর থেকে একই ভাবে রয়েছে গোটা স্থান৷ তারপর থেকে আর কোনও সন্ধান অনুসন্ধান হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *