ট্রাম্পের ঘুম উড়িয়ে হোয়াইট হাউস দখলের পথে প্রথম হিন্দু মহিলা

ওয়াশিংটন: আমেরিকার মসনদ বা হোয়াইট হাউস আসতে পারে এক হিন্দু মহিলার দখলে। হ্যাঁ, শুনতে অসম্ভব মনে হলেও বাস্তবে এমনটা হতেও পারে। ২০২০ সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্যা তথা ডেমোক্র্যাট নেত্রী তুলসী গাবার্ড। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিলেন তুলসী গাবার্ড। কিছুদিনের মধ্যেই সরকারি ভাবে ঘোষণা করবেন

ট্রাম্পের ঘুম উড়িয়ে হোয়াইট হাউস দখলের পথে প্রথম হিন্দু মহিলা

ওয়াশিংটন: আমেরিকার মসনদ বা হোয়াইট হাউস আসতে পারে এক হিন্দু মহিলার দখলে। হ্যাঁ, শুনতে অসম্ভব মনে হলেও বাস্তবে এমনটা হতেও পারে। ২০২০ সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্যা তথা ডেমোক্র্যাট নেত্রী তুলসী গাবার্ড। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিলেন তুলসী গাবার্ড।

কিছুদিনের মধ্যেই সরকারি ভাবে ঘোষণা করবেন বলেও জানান। তবে এই যাত্রা যে একবারেই নিষ্কন্টক হবে না সেটাও জানেন তিনি। কারণ, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের এখনও প্রায় ২২ মাস বাকি। ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার দৌড়ে আছেন কমপক্ষে প্রায় ১৫ জন। যাদের মধ্য অন্যতম হলেন ক্যালিফোর্নিয়ার ভারতীয় বংশোদ্ভুদ সেনেটর কমলা হ্যারিস। রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন, সেনেট সদস্য বার্নি স্যাডার্স এবং একসময় ব্যারাক ওবামার সময় গৃহসচিবের দায়িত্বে থাকা খুলিয়ান কাস্ত্রো।

ফলে তুলসীকে ট্রাম্পকে হারানোর আগে দলের আভ্যন্তরীন নির্বাচনে জয়ী হতে হবে। আর যদি সেটা সম্ভব হয় তাহলে ৩৭ বছর বয়সি তুলসীই হবেন কনিষ্ঠতম মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। আর নির্বাচনে জিতলে কনিষ্ঠতম বটেই, সেই সঙ্গে হবেন প্রথম হিন্দু এবং মহিলা প্রসিডেন্ট। আত্মপ্রত্যয়ী তুলসী জানান, বেশ কিছু কারণের জন্য এই সিদ্ধান্ত নিতে চলেছি। যুক্তরাষ্ট্রের মানুষ এখন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি সেই সমস্যার সমাধান করতে চাই। এদিকে আবার রিপাবলিকানদের প্রার্থী হতে চান ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন। এখন ডেমোক্র্যাটদের প্রার্থী কে হবেন, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =