দুবাই: আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শনিবার আছড়ে পড়ল ভক্তদের ভিড়। খলিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আবু মুরেইখায় গড়ে উঠবে প্রস্তাবিত মন্দিরটি।
যাঁদের উদ্যোগে এই মন্দির নির্মাণ হচ্ছে, সেই বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার প্রধান মহন্ত স্বামী মহারাজের উপস্থিতিতে এদিন প্রায় চার ঘণ্টা ধরে চলে ‘শিল্যানাস বিধি’ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির দুই মন্ত্রীও। ওই অনুষ্ঠানেই মন্দির তৈরির জন্য ভারতের রাজস্থান থেকে আসা গোলাপি বেলেপাথরগুলি মন্ত্রোচ্চারণের মাধ্যমে শোধন করা হয়। জানা গিয়েছে, পাথরে নকশার কাজ ভারতেই হবে। তারপরে সেগুলি এখানে এনে মন্দিরে জুড়ে দেওয়া হবে।