শ্রীলঙ্কায় প্রথম করোনায় সংক্রমিত সিংহ, ভারতের কাছে পরামর্শের আর্জি

শ্রীলঙ্কায় প্রথম করোনায় সংক্রমিত সিংহ, ভারতের কাছে পরামর্শের আর্জি

কলম্বো: ভারতের পর এবার শ্রীলঙ্কা৷ সেদেশের মূল চিড়িয়াখানায় করোনায় সংক্রমিত হয়েছে একটি সিংহ৷ তার নাম থর৷ এই প্রথম এই দ্বীপে কোনও পশুর শরীরে কোভিড ১৯-এর অস্তিত্ব মিলল৷ অসুস্থ সিংহের চিকিৎসার জন্য ভারতের কাছ থেকে পরামর্শ চেয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

শুক্রবার শ্রীলঙ্কার ডিপার্টমেন্ট অব ন্যাশনাল জুওলজি গার্ডেনস কর্তৃপক্ষ থরের কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে৷ সিংহটির করোনা হওয়ার খবর জানাতে একটি বিবৃতি দিয়ে শ্রীলঙ্কার ডিপার্টমেন্ট অব ন্যাশনাল জুওলজি গার্ডেনস জানিয়েছে, কয়েকদিন যাবৎ থরের শ্বাসকষ্ট হচ্ছিল। খাবার প্রত্যাখান করছিল। এসব উপসর্গ দেখেই সিংহটির কোভিড ১৯ পরীক্ষার সিদ্ধান্ত নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। যদিও এর আগে একবার অ্যান্টিজেন পরীক্ষা করা হলে, রিপোর্ট নেগেটিভ এসেছিল। ১১ বছরের থর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পাশেই দেহিওয়ালা চিড়িয়াখানার বাসিন্দা৷ বর্তমানে করোনা আক্রান্ত সিংহটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে৷

২০১৩ সালে থরকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি চিড়িয়াখানা উপহার হিসেবে থরকে শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল। ওই চিড়িয়াখানার আরও চারটি সিংহকে আলাদা জায়গায় রাখা হয়েছে। সিংহের খাঁচার দেখভাল করতেন যাঁরা, তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ডিরেক্টর জেনারেল ইশিনি ইউক্রমাসিংহে বলেন, ‘আমাদের এখানে এর আগে কোনও পশুর করোনা ধরা পড়েনি৷ থরই প্রথম। ফলে পশুরা করোনা আক্রান্ত হলে, তাদের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নেই। থরের চিকিৎসার জন্য তাদের পরামর্শ চেয়ে ভারতের সেন্ট্রাল চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ 

উল্লেখ্য, ইতিমধ্যেই  করোনা আক্রান্ত হয়ে ভারতে অন্তত দু’টো সিংহ মারা গিয়েছে৷ এর আগে হায়দরাবাদের চিড়িয়াখানায় মে মাসের শুরুর দিকে সিংহদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। সিংহগুলির করোনা পরীক্ষা করা হয় এবং ওই সময় চিড়িয়াখানায় উপস্থিত আটটি এশিয়াটিক সিংহের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে৷ ভারতে সংরক্ষিত বনাঞ্চলের বেশ কয়েকটি হাতির করোনা হয়েছে বলে জানা গিয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 1 =