প্রতিবাদী মহিলার শরীর ছুঁয়ে চূড়ান্ত পরিণতি মন্ত্রীর

ব্রিটেন : মহিলা আন্দোলনকারীর শরীরে হাত দিয়ে বরখাস্ত হলেন ব্রিটেনের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড৷ তদন্ত চলাকালীন তিনি বরখাস্ত থাকবেন বলে জানানো হয়েছে৷ তদন্ত শেষে হওয়ার পর শাস্তি ফিরিয়ে নেওয়া হবে কি না, তা চূড়ান্ত হবে৷ জানা গিয়েছে, সম্প্রতি লন্ডনের ম্যানশন হাউসে অর্থমন্ত্রীর বার্ষিক ভাষণ ছিল৷ সেখানে অতিথি ছিলেন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা৷ বক্তব্য চলাকালীন এক মহিলা

প্রতিবাদী মহিলার শরীর ছুঁয়ে চূড়ান্ত পরিণতি মন্ত্রীর

ব্রিটেন : মহিলা আন্দোলনকারীর শরীরে হাত দিয়ে বরখাস্ত হলেন ব্রিটেনের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড৷ তদন্ত চলাকালীন তিনি বরখাস্ত থাকবেন বলে জানানো হয়েছে৷ তদন্ত শেষে হওয়ার পর শাস্তি ফিরিয়ে নেওয়া হবে কি না, তা চূড়ান্ত হবে৷

জানা গিয়েছে, সম্প্রতি লন্ডনের ম্যানশন হাউসে অর্থমন্ত্রীর বার্ষিক ভাষণ ছিল৷ সেখানে অতিথি ছিলেন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা৷ বক্তব্য চলাকালীন এক মহিলা সামনের দিকে এগিয়ে আসেন৷ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের চেয়ার থেকে উল্টো দিকে ফিরে বসেন ওই মহিলা৷ মঞ্চের দিকে পিছন দিয়ে অর্থমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করেন ওই মহিলা৷ বিষয়টি বুঝতে পারে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন প্রতিমন্ত্রী৷ প্রতিবাদী মহিলাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেন৷ এরপর ঘাড় ধরে ওই ওই মহিলাকে অনুষ্ঠান থেকে বের করে দেন৷ ওই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে পড়ে৷ ভাইরাল হয়৷ শুরু হয় তীব্র সমালোচনা৷ এদিন লাল পোশাক পরা পরিবেশ কর্মী একদল মহিলা ওই অনুষ্ঠানে গিয়েছিলেন প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে৷ আর সেখানেই মহিলার শরীর ছুঁয়ে হেনস্থা করেন মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =