চরম আর্থিক অনটন, বেতন পাচ্ছেন না খোদ চিকিৎসকরা!

চরম আর্থিক অনটন, বেতন পাচ্ছেন না খোদ চিকিৎসকরা!

ঢাকা: বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের দরজার কাছে৷ ঝড়ের গতিতে বাংলাদেশে করোনা সংক্রমণ হচ্ছে৷ এই পরিস্থিতি সাধারণ মানুষের ভরসা সেই চিকিৎসকরা৷ কিন্তু উপযুক্ত পিপিই তাঁরা পাচ্ছেন না৷ তার মধ্যে উঠে এল নতুন তথ্য৷ অনেক সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেতন পাচ্ছেন না৷  স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ পাওয়ার পরেই আলোড়ন সৃষ্টি হয়েছে৷

বাংলাদেশে শীর্ষস্থানীয় স্থানীয় সংবাদমাধ্যম তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, মূলত উপজেলা পর্যায়ের চিকিৎসরা বেতন পাচ্ছেন না৷ এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁদের কাছে ইতিমধ্যে ৬০০ জন চিকিৎসকের তালিকা রয়েছে যাঁরা বেতন পাচ্ছেন না৷ বাংলাদেশের হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এই সংখ্যা দুই হাজারের বেশি৷ যাসোসিয়েশনের সভাপতি এ এম সেলিম রেজা বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকেরা সম্মুখসারির যোদ্ধা। এই সময়েও চিকিৎসকদের বেতন হচ্ছে না, এটি অমানবিক ও দুঃখজনক। সবার পরিবার রয়েছে, খরচ আছে। মন্ত্রণালয়ের উচিত, দ্রুত এ সমস্যা সমাধানের ব্যবস্থা করা।’

অন্যদিকে, বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ শুক্রবারের তুলনায় শনিবারের সেই সংখ্যাটা কিছুটা কম৷ শনিবার দুপুরে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে,  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৯ জনের শরীরে কোভিড -১৯ শনাক্ত করা সম্ভব হয়েছে৷ তার ফলে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের কাছে চলে গিয়েছে৷ বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৯৮ জন৷

বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নয় জন মারা গিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে৷ যার ফলে বাংলাদেশে কোভিড-১৯য়ে মোট ১৪০ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৷ এর আগে, শুক্রবার সাংবাদিক সম্মলেন  জানানো হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে৷ এটাই ছিল দৈনন্দিন সব থেকে বেশি করোনা শনাক্তের সংখ্যা৷ সেদিন করোনায় চার জনের মৃত্যু হয়েছিল৷ বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়৷ ১৮মার্চ  বাংলাদেশে প্রথম করোনায় মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *