চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, বেঘোরে প্রাণ গেল ৪৬ যাত্রীর

দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷

চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, বেঘোরে প্রাণ গেল ৪৬ যাত্রীর

করাচি: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল পাকিস্তান৷ চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪৬ জন পাকিস্তানী যাত্রীর মৃত্যুর খবর প্রকাশ করেছে সংবাদসংস্থা রয়টার্স৷ আগুন আতঙ্কের জেরে যাত্রীদের হুড়োহুড়ি কারণে গুরুতর জখম হয়েছেন অন্তত শ’দেড়েক যাত্রী৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ ভোরে তেজগাঁম এক্সপ্রেসে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে৷ ট্রেনটি রাওয়ালপিন্ডিতে যাওয়ার কথা ছিল৷ কিন্তু মাঝপথেই চলন্ত ট্রেনে আগুন লেগে যায়৷ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান স্থানীয় প্রশাসনের৷ রেল যাত্রীদের জন্য খাবার তৈরির সময় ভয়াবহ আগুন লাগে বলে জানা গিয়েছে৷

ট্রেন চলন্ত অবস্থায় থাকায় আগুন দ্রুত অন্যান্য কোচে ছড়িয়ে পড়ে৷ ক্ষতিগ্রস্ত তিনটি কোচ৷ ঘুমন্ত অবস্থায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ট্রেনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে থাকেন অনেকেই৷ চলন্ত ট্রেন থেকে লাফাতে গিয়ে ও হুড়োহুড়ির মাঝে পড়ে গুরুতর জখম হন অন্তত ১৫০ যাত্রী৷ পরে আহতদের উদ্ধার করে পাঞ্জাব প্রদেশের লিখিয়তপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন ইমরান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *