এবার চিনের বাইরে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা

এবার চিনের বাইরে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা

ম্যানিলা: চিনের বাইরে নোভেল করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ফিলিপিন্সে নোভেল করোনাভাইরাসে এক ব্যক্তি মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তি চিনের উহান থেকে ফিলিপিন্সে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, উহান থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই অবস্থায় তিনি ফিলিপিন্সে গিয়েছিলেন।

ফিলিপিন্সের স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, শরীরে নিউমোনিয়ার তীব্র সংক্রমণ নিয়ে ওই ব্যক্তি ম্যানিলার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি এক জন চিনা মহিলার সঙ্গে উহান থেকে হংকং হয়ে ফিলিপিন্সে প্রবেশ করেছিলেন। ওই চিনা মহিলার শরীরেও করোনাভাইরাসের নমুনা মিলেছে বলে জানা গিয়েছে। চিনে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। চিন-সহ বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ম্যানিলার সাধারণ মানুষকে আশ্বস্ত করে হুর তরফে বলা হয়েছে, এই মৃত্যুর ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফিলিপিন্সে এখনও পর্যন্ত করোনা ভাইরাস ছড়িয়ে পড়েনি। মৃত ব্যক্তি উহান থেকে আক্রান্ত হয়ে ম্যানিলায় এসেছিলেন। মনে রাখতে হবে করোনাভাইরাসে চিনের বাইরে এই প্রথম কোনও আক্রান্তের মৃত্যু হল। 

 ফিলিপিন্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো ডুকেত্রেস জানিয়েছেন, ওই রোগীর অবস্থা স্থিতিশীল ছিল এবং তার মধ্যে উন্নতির লক্ষণ দেখা গিয়েছিল, কিন্তু শেষ ২৪ ঘণ্টায় তার অবস্থার অবনতি হয়। রোগটি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী যথাযথ গুরুত্ব দিয়ে মৃতদেহের ব্যবস্থা করার জন্য আমরা চিনের দূতাবাসের সঙ্গে কাজ করে যাচ্ছি। মৃতদেহ পুড়িয়ে ফেলা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ফিলিপিন্সের স্বাস্থ্য দপ্তর এখন ওই ব্যক্তির সঙ্গে একই বিমানে যারা ম্যানিলা এসেছিল তাদের খুঁজে বের করা চেষ্টা করছে, খুঁজে পেলে তাদের কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া হোটেল কর্মীসহ যারা যারা ওই যুগলের সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। চিন থেকে আসা যেকোনো বিদেশি ভ্রমণকারীর আগমণ বন্ধ করার ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যুর কথা জানায় ফিলিপিন্স। এর আগে তারা শুধু প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবেই থেকে আসা লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 11 =