করোনাভাইরাসে মৃত্যু উহানের বীরের, চোখের জলে শেষ শ্রদ্ধা

করোনাভাইরাসে মৃত্যু উহানের বীরের, চোখের জলে শেষ শ্রদ্ধা

261b16cb641c376f2c8be535dcd28d3e

বেজিং:  চিনের বুকে একটি প্রাণঘাতী ভাইরাসের আবির্ভাব হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ লি ওয়েনল্যাং সহযোদ্ধাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই করনোভাইরাসে লি ওয়েনল্যাংয়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উহান সেন্ট্রাল হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দুটো ৫৮ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ছিলেন তিনি। হাসপাতালের রোগীদের থেকে করোনাভাইরাস তাঁর শরীরে সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে।

৩৪ বছর বয়সি লি গত ৩০ ডিসেম্বর লি একটি মেসেজে তাঁর সহকর্মীদের বলেছিলেন, নতুন এ করোনাভাইরাস নিয়ে সতর্ক হওয়া জরুরি। আর সেজন্য চিনা কর্তৃপক্ষ তার মুখ বন্ধ করে দিয়েছিল মুচলেকা আদায় করে বলে জানা যায়।একটি মুচলেকায় তার স্বাক্ষর নেন, যেখানে তার বিরুদ্ধে ‘সামাজিক শৃঙ্খলায় মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী মিথ্যা মন্তব্য’ করার অভিযোগ আনা হয়।সেখানে বলা হয়, ‘আমরা আপনাকে কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি, আপনি যদি অধৈর্য হয়ে জেদ ধরে এমন অবৈধ কার্যকলাপ চালিয়ে যান, তাহলে আপনাকে বিচারের আওতায় আনা হবে- বুঝেছেন? এর নিচে ডা. লির হাতে লেখা: ‘হ্যাঁ, আমি বুঝেছি।’

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, প্রাণ সংহারী নতুন করোনাভাইরাসে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৬ জনে। চীনের বাইরে মারা গেছে আরও দুজন। কেবল চীনের মূল ভূখণ্ডেই নভেল বা নতেুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১। চিনের বাইরে আরও অন্তত ২৫টি দেশ ও অঞ্চলে আড়াইশর বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *