চিনে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা ভাইরাস

ফের লকডাউন চিনে

বেজিং: করোনার ভয়াবহ রূপ দেখেছে বিশ্ববাসী। অতিমারীর কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ। চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এই মারণ ভাইরাস। আবারও চিনে মাথা চাড়া দিয়ে উঠছে সেই করোনা ভাইরাস। সংক্রমণ রুখতে চিনের লানঝাউতে ফের লকডাউন করা হয়েছে। এবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদাতৎপর প্রশাসন। ওই এলাকার বাসিন্দাদের ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ চিনের মঙ্গোলিয়ার এজিনে লকডাউন জারি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে চিনের এজিন অঞ্চলই সংক্রমণের মূল কেন্দ্র। জানা গিয়েছে, চিনের প্রায় ১১টি প্রদেশে ফের ছড়িয়ে পড়েছে করোনা৷ এমনকি রাজধানী বেজিংয়েও করোনা ছড়িয়েছে। বর্তমানে চিনের লানঝাউ প্রদেশ নিয়ে উদ্বিগ্ন রয়েছে প্রশাসন৷ জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষার উপর৷ করোনা নেগেটিভ রিপোর্ট দেখিয়ে মিলছে বাইরে বেরোনোর অনুমতি৷ ইতিমধ্যেই বহু উড়ান বাতিল হয়েছে চিনের বিভিন্ন প্রদেশে। অন্যদিকে, করোনার ডেল্টার প্রজাতির আরও একটি রূপ ব্রিটেনে ধরা দিয়েছে৷ ওই প্রজাতির দেখা মিলেছে ভারতেও। মনে করা হচ্ছে, যা আরও বেশি সংক্রামক এবং মারাত্মক‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =