ব্যস্ত রাস্তায় ৯০ মিনিট চলল নীলছবি, তারপর…

কর্মচারীর ভুলে প্রকাশ্য রাস্তায় ৯০ মিনিট ধরে চলল নানা ধরণের নীলছবি৷ ব্যস্ত রাস্তায় একটি বড় বিজ্ঞাপনের ডিজিটাল পর্দায় দেখা গিয়েছে একের পর এক নীলছবি৷ ঘটনাটি ঘটেছে লিয়াং জিয়াংসু শহরে৷ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই পথচারীরা বিস্মিত হয়ে পড়েন৷ রাস্তায় জায়ান্ট স্ক্রিনে নীলছবি চালানোর ভুলটি আসলে এক কর্মীর নজরে৷ ওই কর্মচারী কাজ করতে করতে ভেবেছিলেন সময় কাটাতে একটু

ব্যস্ত রাস্তায় ৯০ মিনিট চলল নীলছবি, তারপর…

কর্মচারীর ভুলে প্রকাশ্য রাস্তায় ৯০ মিনিট ধরে চলল নানা ধরণের নীলছবি৷ ব্যস্ত রাস্তায় একটি বড় বিজ্ঞাপনের ডিজিটাল পর্দায় দেখা গিয়েছে একের পর এক নীলছবি৷ ঘটনাটি ঘটেছে লিয়াং জিয়াংসু শহরে৷ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই পথচারীরা বিস্মিত হয়ে পড়েন৷

রাস্তায় জায়ান্ট স্ক্রিনে নীলছবি চালানোর ভুলটি আসলে এক কর্মীর নজরে৷ ওই কর্মচারী কাজ করতে করতে ভেবেছিলেন সময় কাটাতে একটু পর্ন দেখবেন৷ সবই ঠিক ছিল, কিন্তু পর্ন দেখার তাড়না হোক বা উত্তেজনায় তিনি ভুলেই গিয়েছিলেন তাঁর কম্পিউটারের সঙ্গে যোগ রয়েছে রাস্তার ওই জায়েন্ট স্ক্রিনেরও৷ ওই কর্মচারী ভেবেছিলেন রাত হয়ে গিয়েছে বলে হয়তো বন্ধ হয়ে গেছে স্ক্রিনটি৷ কিন্তু আসলে বন্ধ তো হয়ইনি, উলটে ওই বড় পর্দায় দেড় ঘন্টা ধরে চলতে থাকে তাঁর কম্পিউটারে চালানো পর্ন৷ শহরের এক রাস্তায় প্রকাশ্যে চলতে থাকে পর্নোগ্রাফিক প্রদর্শনী৷ পরিস্থিতি বুঝতে পেরে তৎক্ষণাৎ তিনি ফোন করেন তাঁর বন্ধুকে৷ গোটা বিষয়টি বলার পরে নিজের এই মারাত্মক ভুল বুঝতে পেরে প্রায় দেড় ঘন্টা পরে ওই পর্ন বন্ধ করে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =