বড় জয় ভারতের, মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা রাষ্ট্রসংঘের

ভোটের বাজারে বড় জয় পেল ভারত৷ অবশেষে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিল রাষ্ট্রসংঘ৷ রাষ্ট্রসংঘ ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইট করে এই খবর জানিয়েছেন৷ টুইট করে বুধবার বিকেলে সৈয়দ আকবরউদ্দিন জানান, ‘‘ছোট, বড় সবাই হাত মিলিয়েছে৷ মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ৷ সবার সমর্থনের জন্য ধন্যবাদ৷’’ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক

বড় জয় ভারতের, মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা রাষ্ট্রসংঘের

ভোটের বাজারে বড় জয় পেল ভারত৷ অবশেষে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিল রাষ্ট্রসংঘ৷ রাষ্ট্রসংঘ ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইট করে এই খবর জানিয়েছেন৷

টুইট করে বুধবার বিকেলে সৈয়দ আকবরউদ্দিন জানান, ‘‘ছোট, বড় সবাই হাত মিলিয়েছে৷ মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ৷ সবার সমর্থনের জন্য ধন্যবাদ৷’’ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার জন্য মার্চে প্রস্তাব এনেছিল আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। তবে ‘পদ্ধতিগত ত্রুটি’র অভিযোগ তুলে সেই প্রস্তাবের উপর ভেটো দিয়ে রুখে দায় চিন। পরে ফ্রান্স ও আমেরিকাও মাথানত হতে বাধ্য হয় চিন৷

একদিন চিনের আপত্তির জেরে বারংবার পিছিয়ে যাচ্ছে এই ঘোষণার কাজ৷ মাসুদকে আড়ালের চেষ্টাও করেছিল চিন৷ কিন্তু, শত আপত্তির পর কূটনৈতিক জয় ভারতের৷ জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত করতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে পাকিস্তান। পাকিস্তান এ প্রসঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রসংঘে স্রেফ একটাই শর্ত আরোপ করে৷ পাকিস্তানের শর্ত-পুলওয়ামার ঘটনায় মাসুদ আজহারের নাম জোড়া যাবে না।

রবিবার, পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল বলেন, পুলওয়ামা হামলায় মাসুদ আজহারের জড়িত সেই প্রমাণ দিক ভারত। তবেই পুলওয়ামার ঘটনায় মাসুদ আজহারকে নিয়ে আলোচনা হবে। এই পুলওয়ামা প্রসঙ্গ বাদ দিয়ে আলোচনা করতে রাজি আমরা। এমনকী মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার বিষয়টি ‘বড় ইস্যু’ নয় ব্যাখ্যা করেছেন ফয়জল। মাসুদকে দ্রুত জঙ্গি তালিকাভুক্ত করতে ব্রিটেন সওয়াল করে। পাক মদত পুষ্টি জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাঁরা অনমনীয় মনোভাব দেখান। তারপরই পাকিস্তানের তরফে বিবৃতি জারি করা হয়। বিশেষজ্ঞরা মনে করছে, কার্যত চাপে পড়ে ইসলামাবাদ সুর নরম করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =