পুত্র সন্তানের জন্ম দিলেই মিলবে পুরস্কার, ঘোষণা সরকারের

পোল্যান্ড: গত এক দশকে পোল্যান্ডের একটি গ্রামে কোনও পুত্রসন্তানের জন্ম হয়নি৷ পুত্র সন্তানের জন্য দম্পতিদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে৷ পোল্যান্ডের ক্যানটরিও গ্রামে বিস্ময়কর ঘটনা ঘটেছে৷ এর আগে এই গ্রামে গ্রাম ছিল জার্মানির অংশ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রামটি পোল্যান্ডের অন্তর্ভুক্ত হয়৷ দক্ষিণ-পশ্চিম এই গ্রামে সদ্যজাত পুত্র সন্তানের মুখ দেখার অপেক্ষায় বসে গোটা গ্রাম৷ কিন্তু কিছুতেই তাঁদের

পুত্র সন্তানের জন্ম দিলেই মিলবে পুরস্কার, ঘোষণা সরকারের

পোল্যান্ড: গত এক দশকে পোল্যান্ডের একটি গ্রামে কোনও পুত্রসন্তানের জন্ম হয়নি৷ পুত্র সন্তানের জন্য দম্পতিদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে৷

পোল্যান্ডের ক্যানটরিও গ্রামে বিস্ময়কর ঘটনা ঘটেছে৷ এর আগে এই গ্রামে গ্রাম ছিল জার্মানির অংশ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রামটি পোল্যান্ডের অন্তর্ভুক্ত হয়৷ দক্ষিণ-পশ্চিম এই গ্রামে সদ্যজাত পুত্র সন্তানের মুখ দেখার অপেক্ষায় বসে গোটা গ্রাম৷ কিন্তু কিছুতেই তাঁদের ইচ্ছা পূরণ হচ্ছে না৷

গ্রামের স্থানীয় সরকার ঘোষণা করেছে, যে দম্পতি পুত্র সন্তানের জন্ম দেবেন, তাঁকে উপহার দেয়া হবে৷ তাঁদের জন্য থাকবে বিশেষ চমক৷ নবজাতকের নামে গ্রামের একটি রাস্তার নামকরণ করা হবে৷ তাঁর জন্ম উপলক্ষ্যে রোপন করা হবে একটি গাছ৷

ওই গ্রামে ৯২টি বাড়িতে বসবাস করেন ৩০০ জন মানুষ৷ ২০১০ সালের পর থেকে ওই গ্রামে কোনও পুত্র সন্তানের কান্না শোনা যায়নি৷ এই ঘটনা নিয়ে গবেষণা করেও কোনও কুল-কিনারা পাননি বিজ্ঞানীরা৷ তবে সার্বিকভাবে পোল্যান্ডে পুত্র সন্তানের জন্মের হার বেশি৷ তারপরও কেন ওই গ্রামে শিশুপুত্রের জন্ম হচ্ছে না, চিন্তত বিজ্ঞানীরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *