ইসলামিক স্টেটের শেষ ঘাঁটি ধ্বংস করল সেনা

অবশেষে পরাস্ত ইসলামিক স্টেট৷ তাদের শেষ ঘাঁটি বাঘাউজ দখল করে শনিবার কুর্দদের সিরিয়ান ডেমোক্রাটিক ফোর্সেস বা এসডিএফ৷ চারবছরের লড়াইয়ে পর একের পর এক নিজেদের ঘাঁটি হারিয়ে বাঘউজ ছিল তাদের শেষ খুঁটি৷ কয়েক সপ্তাহ ধরেই ইরাক সীমান্তের বাঘাউজ দখলের জন্য মরিয়া লড়াই করছিল এসডিএফ৷ এমাসের গোড়ায় শহর থেকে নিরীহ নাগরিকদের বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এসডিএফ৷

ইসলামিক স্টেটের  শেষ ঘাঁটি ধ্বংস করল সেনা

অবশেষে পরাস্ত ইসলামিক স্টেট৷ তাদের শেষ ঘাঁটি বাঘাউজ দখল করে শনিবার কুর্দদের সিরিয়ান ডেমোক্রাটিক ফোর্সেস বা এসডিএফ৷ চারবছরের লড়াইয়ে পর একের পর এক নিজেদের ঘাঁটি হারিয়ে বাঘউজ ছিল তাদের শেষ খুঁটি৷

কয়েক সপ্তাহ ধরেই ইরাক সীমান্তের বাঘাউজ দখলের জন্য মরিয়া লড়াই করছিল এসডিএফ৷ এমাসের গোড়ায় শহর থেকে নিরীহ নাগরিকদের বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এসডিএফ৷ মার্কিন প্রতিরক্ষা সচিব প্যাট্রিক শ্যানন বলেছেন, সিরিয়ায় কোনও জায়গা আইএসের দখলে নেই ইসলামিক স্টেট৷ এক দশক আগে ‘আল কায়দা’র শাখা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ আইএসের। ২০১০ সালে নেতৃত্বে আসে আবু বকর আল-বাগদাদি৷ সে এখন পলাতক। এরপর আইএসআই ও আল নুসরা মিলে তৈরি হয় ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া বা আইএসআইএস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =