ওয়াশিংটন: ব্যাঙ্কে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করতে গিয়েই কুড়িয়ে পেয়েছিলেন ১ কোটি টাকা। তবে সেই মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার কথা ভাবেননি তিনি। উল্টে সেই টাকা পুলিশের হাতে তুলে দিয়েছেন ১৯ বছরের এক তরুণ। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নিউ মেক্সিকোর বাসিন্দারা। পুলিশের তরফেও তাঁকে দেওয়া হল চাকরির সুযোগ।
সূত্রের খবর, টাকা জমা করতে ব্যাঙ্কে গিয়েছিলেন ১৯ বছরের মার্কিন তরুণ জোসে নুনেজ রোমানিজ। সেখানেই একটি এটিএম-এর কাছে প্লাস্টিকের মধ্যে টাকা পড়ে থাকতে দেখেন। ১ কোটি ২ লক্ষেরও বেশি টাকা ছিল ওই প্লাস্টিকে। তবে তা দেখে রোমানিজের মাথায় কোনও বদ মতলব আসেনি বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই টাকা আমি নিজের কাছে রাখব বলে কখনওই ভাবিনি। তবে নানা রকম দুশ্চিন্তা আসছিল মনের মধ্যে। এটা কোনও কৌশল নয় তো? কিংবা আমাকে কেউ অপহরণ করার জন্য এই ফাঁদ পাতেনি তো?'
তিনি আরও বলেন, 'আমি প্রথমে চমকে উঠেছিলাম। তারপর আমি নিজের দিকে দেখলাম এবং ভাবতে শুরু করলাম, এই পরিস্থিতিতে কী করা উচিত আমার?' অবশেষে পুলিশের হাতে তুলে দিয়েছেন সেই টাকা। পুলিশের তরফে বলা হয়েছে, 'ওই যুবকটি টাকাটা আমাদের কাছে না দিয়ে অন্য কোনও পথ অবলম্বন করতেই পারতেন। যে পরিমাণ টাকা ছিল, তাতে তাঁর জীবনটাই বদলে যেতে পারত। কিন্তু তিনি সেই উপায় অবলম্বন করেননি।
সততার পরিচয় দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।' নুনেজ রোমানিজ অবশ্যে এক্ষেত্রে বাবা-মায়ের দেওয়া শিক্ষার কথা বলেছেন। তিনি বলেন, 'আমার বাবা, মা আমাকে ছোট থেকেই শিখিয়েছেন, নিজের কাজ নিজে করতে হয়। চুরি করা টাকা বেশিদিন থাকে না।' ১৯ বছরের তরুণের এহেন কর্মকাণ্ড মন জয় করেছে নিউ মেক্সিকোবাসীর। এমনকী, পুলিশের তরফে জনসেবা সহায়কের পদে চাকরির সুযোগও দেওয়া হয়েছে তাঁকে।