‘হাসিনার দুঃশাসনের শেষ’, ‘তবে বাংলাদেশ যেন পাকিস্তান হয়ে না যায়’ লিখলেন তসলিমা

কলকাতা: ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান৷ কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল বাংলাদেশের ছবি৷ ইস্তফা দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ৪৫ মিনিটের নোটিসে দেশ ছাড়তে হল তাঁকে৷…

taslima hasina

কলকাতা: ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান৷ কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল বাংলাদেশের ছবি৷ ইস্তফা দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ৪৫ মিনিটের নোটিসে দেশ ছাড়তে হল তাঁকে৷ এই পরিস্থিতিতে খুব স্বভাবতই মুখ খুললেন সলিমা নাসরিন৷  বাংলাদেশের নির্বাসিত লেখিকা লিখলেন, ‘হাসিনার দুঃশাসনের সমাপ্তি হল।’ সেই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাম্প্রদায়িক শক্তি যেন দেশটাকে ক্ষতবিক্ষক করে না দেয়৷

শেখ হাসিনার জমানাতেই ধর্মীয় মৌলবাদ ও রক্ষণশীলতার বিরুদ্ধে কলম ধরা তসলিমাকে নির্বাসনে পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। ইসলামি সংগঠনগুলি বিক্ষোভ ও চাপের মুখে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন শেখ হাসিনা৷ আজ সেই হাসিনাই নিজে নির্বাসিত৷

এক্স হ্যান্ডেলে তসলিমা লেখেন,‘কট্টর ইসলামিদের খুশি করতে ১৯৯৯ সালে আমাকে দেশ থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন শেখ হাসিনা। আমার মা তখন মত্যুশয্যায়, পাশে থাকতে পর্যন্ত পারিনি৷ আমায় আর কখনও দেশে ঢুকতে দেওয়া হয়নি। আজ সেই ইসলামিরাই ছাত্র আন্দোলনের মধ্যে মিশে গিয়ে, হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করল।’

তসলিমার কথায়,এই পরিস্থিতির জন্য হাসিনা নিজেই দায়ী৷ কারণ তিনিই ইসলামিদের বাড়তে প্রশ্রয় দিয়েছিলেন। তাঁর আশঙ্কা, বাংলাদেশ এবার যেন পাকিস্তান না হয়ে যায়। সেনার শাসন কখনই কাম্য নয় বলে মত তাঁর। বরং রাজনৈতিক দলগুলির একজোট হয়ে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করুক৷