কাবুল: আফগানিস্তানের মার্কিন সেনাবাহিনীকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই ন্যূনতম সময়ে আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান। আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহার করার সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়ে এখন আলোচনার তুঙ্গে যদিও এই মুহূর্তে আফগানিস্থানে রয়েছে কয়েক হাজার মার্কিন সেনা। তবে এই প্রেক্ষিতেই এবার তালিবান মার্কিন যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দিয়েছে। স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাদের নির্দেশ না মানলে ফল ভুগতে হবে আমেরিকাকে।
আরও পড়ুন- ‘কার কার বাবা-মাকে জন্ম দিয়েছিলাম?’ ‘দাদু’ সম্বোধনে ক্ষিপ্ত তথাগত, বিঁধলেন সায়নীকেও
মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তালিবান জানিয়েছে, আগামী ৩১ অগাস্ট এরপরেও যদি আফগানিস্তানে মার্কিন সেনা থাকে তাহলে আমেরিকাকে ফল ভুগতে হবে। অর্থাৎ তালিবান দাবি করেছে, অগাস্ট মাসের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সেনাবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিতে হবে। এই প্রেক্ষিতে তালিবানের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। এবার যদি অগাস্ট মাসের পর মার্কিন সেনা সেখান থেকে যায় তাহলে বোঝা যাবে যে তারা জবরদখল করে রয়েছে। সেক্ষেত্রে তাদের বাড়তি সময় দিতে নারাজ তালিবান। আর যদি নির্দিষ্ট সময়ের পরেও মার্কিন সেনা আফগানিস্তানের থাকে তাহলে তার ফল ভালো হবে না! মার্কিন এবং ব্রিটেনের সেনা যদি নিজেদের ইচ্ছামত জবরদখল চালিয়ে যায় তাহলে তার ফল ভোগ করতে হবে তাদের, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে তালিবানের তরফে।
আরও পড়ুন- সরানো হল নারদ মামলার দায়িত্বপ্রাপ্ত CBI অফিসারকে
এদিকে জানা গিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরবে কিনা তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আসলে বলেছেন, আফগানিস্তানের আটক মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখান থেকে মার্কিন সেনা সরবে না। যদিও, চুক্তির কথা মনে করিয়ে দিয়ে তালিবান স্পষ্ট করে দিয়েছে যে যা করার আগামী ৩১ অগাস্টের মধ্যেই করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরপরে তারা আর সময় দিতে নারাজ।