কাবুল: আফগানিস্তান তালিবানি দখলে চলে যাওয়ার পর বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে, একটি শিশুদের পার্কে চুটিয়ে খেলছে তালিবানি জঙ্গিরা, গাড়ি চড়ে মজা করছে। কিন্তু এবার এমন এক ভিডিও সামনে এল যা দেখে সকলের রাগ তো হবেই, খারাপও লাগবে। একটি শিশুদের পার্ক আগুনে পুড়িয়ে দিয়েছে তারা, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল।
ভিডিওতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে গোটা পার্ক। আফগানিস্তানের মানবাধিকার কর্মী ইহতেশাম আফগান জানিয়েছেন, উত্তরের জৌজান প্রদেশের শেবেরগানের বেগা এলাকায় ওই পার্কটি অবস্থিত। তবে কেন হঠাৎ পার্কে আগুন লাগিয়ে দিল তারা? জানা গিয়েছে, ইসলামে মূর্তি পুজো নিষিদ্ধ, আর ওই পার্কে বেশ কয়েকটি মূর্তি ছিল। সেই কারণেই প্রচণ্ড রাগে এই পার্কে আগুল লাগিয়ে দেয় তারা। পুড়ে ছাই হয়ে যায় গোটা পার্ক।
The Bokhdi Amusement Park was set on fire by Taliban insurgents in Begha, Sheberghan. The reason is that the statues/idols standing there are in Public access Idols are illegal in Islam, This is the logic of the Taliban’s brutal emirate. The homeland is occupied.#Afghanistan pic.twitter.com/MBuYsQQbxk
— Ihtesham Afghan (@IhteshamAfghan) August 17, 2021
এদিকে, আবার প্রতিবেশি দেশগুলিকে আশস্ত করে তালিবানরা দাবি করেছে যে, আফগানিস্তান কোনও দেশের কাছে হুমকি হয়ে দাঁড়াবে না৷ আফগান ভূমি ব্যবহার করে প্রতিবেশী দেশের ক্ষতি হতে দেবে না তারা৷ সাংবাদিকদের মুখোমুখি হন তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদিন৷ সারা বিশ্বের কাছে তাঁর বার্তা, ‘‘ইসলামিক আমিরশাহি বিশ্বের প্রতিটি দেশকে আশ্বস্ত করছে যে, আফগানিস্তান কাউকে হুমকি দেবে না।’’ তাঁর কথায়, ‘‘যুদ্ধ শেষ৷ সকলকে নিয়ে সরকার গড়তে চাই৷ দেশের ভিতরে বা বাইরে, আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাই না৷ আমাদের নেতার নির্দেশে আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি৷’’