বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে বন্দুকবাজরা! তালিবানি ত্রাসে ত্রস্ত বিরোধীরা

বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে বন্দুকবাজরা! তালিবানি ত্রাসে ত্রস্ত বিরোধীরা

কাবুল: দীর্ঘ কুড়ি বছর পর মাত্র ১০০ দিনের মধ্যে আফগানিস্তান দখল করে নেওয়ার পর তালিবান শান্তির বার্তা দিয়েছিল! বলা হয়েছিল যে বিরোধীদের ক্ষমা করে দেবে তারা। এদিকে নারী সুরক্ষার কথা বললেও বাস্তব চিত্র যে সম্পূর্ণ আলাদা তা বলাই বাহুল্য। একই জিনিস দেখা যাচ্ছে বিরোধীদের প্রতি তাদের মনোভাবের ক্ষেত্রেও। তালিবান যে বিরোধীদের ক্ষমা করে দেওয়ার কথা বলেছিল তা আসলে বাস্তবায়িত হচ্ছে না কোনও ভাবেই। কারণ বিরোধী এবং আগের সরকারের যে সমস্ত আধিকারিক রয়েছেন এবং যারা আমেরিকা আর ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে বন্দুকবাজ তালিবানরা। এমনটাই জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জের গোয়েন্দা রিপোর্ট। অর্থাৎ তালিবান আছে তালিবানেই।

আরও পড়ুন- ফের জেহাদিদের রুখে দিল পঞ্জশির, মৃত্যুভয় ভুলে নাগরিক বিদ্রোহ!

ক্ষমতা দখল করে নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছিল, যে বিশ্ব জানো তাদের পুরনো তালিবানের সঙ্গে না মিলিয়ে ফেলে, তারা একদিকে যেমন নারী সুরক্ষার কথা বলবে, ঠিক অন্যদিকে শান্তির পরিবেশ তৈরি করে সরকার চালাবে। কিন্তু আদতে তেমন কিছুই হচ্ছে না। ইতিমধ্যে যেমন মহিলাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে একাধিক, অন্যদিকে বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে সশস্ত্রবাহিনী তল্লাশি চালাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। তবে শুধু বাড়ি বাড়ি গিয়ে নয়, কেউ কাবুল বিমানবন্দর যাওয়ার উদ্যোগ নিলেও তার তল্লাশি করছে তালিবান। শোনা যাচ্ছে, যারা যারা তালিবান সমর্থন করছেন না তাদের বেশি করে নিশানা বানানো হচ্ছে এবং শরিয়ত আইন অনুযায়ী তাদের শাস্তি দিচ্ছে তারা! 

আরও পড়ুন- তালিবানি আতঙ্কে সিঁটিয়ে সমকামীরা, এই বুঝি নেমে এল মৃত্যুদণ্ডের খাঁড়া

এদিকে আবার, হেরাত ও কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি অভিযান চালায় তালিবান। দূতাবাসে থাকা গাড়িও তালিবানরা সঙ্গে করে নিয়ে গিয়েছে বলে খবর। তোলপাড় করে খোঁজা হয় নথিপত্র৷ তবে কাবুল ও জালালাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পরিস্থিতি কী, তা এখনও জানা যায়নি৷ হেরাত ও কান্দাহারের দূতাবাসে আগেই তালা ঝুলিয়েছিল তালিবান৷ বলা হয়েছিল নিরাপত্তার স্বার্থে দূতাবাস বন্ধ করা হচ্ছে৷ পরে ভারতীয় কূটনীতিকরা এলে তাঁদের হাতে চাবি তুলে দেওয়া হবে৷ কিন্তু বুধবার গোপন নথির খোঁজে হেরাতে তাল্লাশি চালায় তালিবান৷ হানা দেওয়া হয় কান্দাহার, মাজারে শরীফের বাণিজ্যিক দূতাবাসেও৷ জানা গিয়েছে দূতাবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় পতাকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *