আফগানিস্তানে ভারতীয় দূতাবাস তালিবানি হানা, নথি-গাড়ি নিয়ে গেল জঙ্গিরা

আফগানিস্তানে ভারতীয় দূতাবাস তালিবানি হানা, নথি-গাড়ি নিয়ে গেল জঙ্গিরা

fc61227c77ee587400688f635358e12a

কাবুল:  পালাবদলের আফগানিস্তানে শুরু ভারত বিরোধী ষড়যন্ত্র৷ আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে চলল তালিবানি হানা। হেরাত ও কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি অভিযান চালায় তালিবান। দূতাবাসে থাকা গাড়িও তালিবানরা সঙ্গে করে নিয়ে গিয়েছে বলে খবর। তোলপাড় করে খোঁজা হয় নথিপত্র৷ তবে কাবুল ও জালালাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পরিস্থিতি কী, তা এখনও জানা যায়নি৷

আরও পড়ুন- তালিবানি আতঙ্কে সিঁটিয়ে সমকামীরা, এই বুঝি নেমে এল মৃত্যুদণ্ডের খাঁড়া

হেরাত ও কান্দাহারের দূতাবাসে আগেই তালা ঝুলিয়েছিল তালিবান৷ বলা হয়েছিল নিরাপত্তার স্বার্থে দূতাবাস বন্ধ করা হচ্ছে৷ পরে ভারতীয় কূটনীতিকরা এলে তাঁদের হাতে চাবি তুলে দেওয়া হবে৷ কিন্তু বুধবার গোপন নথির খোঁজে হেরাতে তাল্লাশি চালায় তালিবান৷ হানা দেওয়া হয় কান্দাহার, মাজারে শরীফের বাণিজ্যিক দূতাবাসেও৷ জানা গিয়েছে দূতাবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় পতাকা৷ 

আরও পড়ুন- ফের জেহাদিদের রুখে দিল পঞ্জশির, মৃত্যুভয় ভুলে নাগরিক বিদ্রোহ!

গতকালই তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্ট্যানিকজাই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছিলেন৷ এর পরেই  ভারতীয় দূতাবাসে ঢুকে এই তাণ্ডব চালায় তালিবান৷ মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে কাবুলে উপস্থিত রয়েছে ৬০০০ হাক্কানি জঙ্গি৷ এমনকী কাবুলে উপস্থিত রয়েছে হাক্কানি নেতা আবদুল্লাহ৷ 

মুখে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বললেও, পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর মদতে চলছে তালিবানি তাণ্ডব৷ আর হাক্কানি-তালিবানের এই ঘনিষ্ঠতায় উদ্বেগে রয়েছে নয়াদিল্লি৷ গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷ কারণ গত কয়েক বছরে যত হামলা হয়েছে, তার পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে রয়েছে এই হাক্কানি গোষ্ঠী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *