সত্যিই অন্ধকারে ডুবতে চলেছে আফগানিস্তান! বিদ্যুৎ সমস্যায় জেরবার

সত্যিই অন্ধকারে ডুবতে চলেছে আফগানিস্তান! বিদ্যুৎ সমস্যায় জেরবার

কাবুল: দীর্ঘ ২০ বছর পর দেশের দখল নিয়ে তালিবান আফগানিস্তানকে যেন সব রকমভাবে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। দেশ দখলে নিয়ে তো ইতিমধ্যেই একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে তারা যাতে বোঝা গিয়েছে যে, আফগানিস্তান আরও কয়েক বছর পিছিয়ে পড়বে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, অর্থনীতি সবেতেই পিছন দিকে ছুটতে শুরু করেছে কাবুলিওয়ালার দেশ। এবার বাস্তবে অন্ধকারে ডুবতে চলেছে তারা। কারণ বিদ্যুতের বিল মেটাচ্ছে না তালিব সরকার। 

জানা গিয়েছে, আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে অর্থ সঙ্কটে ভুগছে তালিবান সরকার। কারণ আন্তর্জাতিক অনুদান ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এর জেরেই তারা বিদ্যুতের বিলও মেটাচ্ছে না। খবর, বকেয়া অর্থের পরিমাণ এতটাই বেশি হয়ে গিয়েছে যে, খুব তাড়াতাড়ি গোটা আফগানিস্তানের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে বলেই আশঙ্কা। এতএব, গোটা দেশ জুড়ে সত্যি সত্যিই নেমে আসবে অন্ধকার। কিছুদিন আগেই জানা গিয়েছিল যে, আফগানিস্তানে এখন খাবারের অভাবও দেখা দিয়েছে। জঙ্গিরাও যে খেতে না পেয়ে ঘরের দোরে দোরে ঘুরে বেড়াচ্ছে সেই খবরও সামনে এসেছিল। অর্থকষ্ট শুরু হওয়ার কারণে আফগানিস্তানে রাস্তায় ঢেলে বিক্রি করা হয়েছে বাড়ির নানা সরঞ্জাম। ফ্রিজ থেকে শুরু করে টেলিভিশন সেট, সোফা থেকে শুরু করে রান্নার বাসন, সব রাস্তায় বিক্রি করা হয়েছে। অর্থাভাবের অন্যতম কারণ তালিবানি শাসনে অনেক সরকারি এবং বেসরকারি কর্মী এখনো পর্যন্ত মাইনে পাননি।

উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে রাষ্ট্রপুঞ্জ একটি পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছিল যে আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা আন্তর্জাতিক অর্থ সাহায্যের উপর নির্ভরশীল। কিন্তু এখন তালিবান ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক অনুদান বন্ধ হয়ে গেছে আফগানিস্তানের জন্য। তারই প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ছে সেখানকার বাসিন্দাদের উপর। এবার তার জেরেই বড়সড় বিদ্যুৎ বিপাকে পড়তে চলেছে এই দেশ। ভবিষ্যৎ যে সত্যিই ‘অন্ধকার’…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =