Taliban-Northern Alliance: জনতার প্রতিরোধে বেসামাল তালিবান! কড়া প্রত্যাঘাত

Taliban-Northern Alliance: জনতার প্রতিরোধে বেসামাল তালিবান! কড়া প্রত্যাঘাত

 

কাবুল: আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। বিশ্বের দরবারে এখন স্বীকৃতি আদায়ের চেষ্টায় রয়েছে এই জঙ্গিগোষ্ঠী। নিজেদের মতো সরকার গঠনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে খবর। কিন্তু, এরই মাঝে তালিবান বিরোধী আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আফগানিস্তানের উত্তরে বসাবসরত বিভিন্ন জনজাতির যোদ্ধারা।  নেপথ্যের নায়ক আফগানিস্তানের বিদায়ী উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় গোপন ডেরায় বসে যুদ্ধের সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন সালেহ। নর্দার্ন অ্যালায়েন্স জোট গড়ে সেই প্রস্তুতিও শুরু। তালিবানি নৈরাজ্য, আগ্রাসন বরদাস্ত নয়, নর্দার্ন অ্যালায়েন্স জোটের পতাকা উড়িয়ে তালিবানকে আগেই বার্তা দিয়েছিল সালেহর সঙ্গীরা।

কিন্তু, বুধবার আগ্রাসী তালিবান যোদ্ধারা পঞ্জশির এলাকা দখলে গেলেই শুরু হয়ে যায় দুপক্ষের গোলাগুলি। নর্দার্ন অ্যালায়েন্সের প্রত্যাঘাতে আফগানিস্তানের মাটিতে প্রথমবার বাধা পায় জঙ্গিগোষ্ঠী। তবে এটাই প্রথম নয়, আগেও তালিবান বিরোধী লড়াই চালিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স। ১৯৯৬-২০০১ সাল অর্থাৎ আফগান গৃহযুদ্ধকালীন সময়ে তালিবানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিল নর্দার্ন অ্যালায়েন্স জোট। আবারও সেই পরিস্থিতি তৈরি হওয়ায় এই জোটকে ফের সংঘবদ্ধ করছেন আফগান যোদ্ধা আহমেদ শাহ মাসুদের ছেলে। জোটে রয়েছেন উজবেক যোদ্ধা আলি রাশিদ দোস্তুম। এর আগে তিনি দীর্ঘদিন আফগানিস্তানের উপ-রাষ্ট্রপতি থেকেছেন। জোটে যোগ দিয়েছেন সদ্য প্রাক্তন হওয়া উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। একসময় মাসুদের অধীনেই প্রথমে সোভিয়েত ও পরে তালিবানের বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে সালেহর।

হিন্দুকুশের মাঝে থাকা এই পঞ্জশির প্রদেশকে আফগান গৃহযুদ্ধের সময়ও নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি তালিবান জঙ্গিরা। এবারও পঞ্জশিরে পা বাড়ানোর চেষ্টা করতেই নর্দার্ন অ্যালায়েন্সের প্রত্যাঘাতের মুখে পিছু হটতে হয় জঙ্গিদের।  আসলে, ভৌগলিক অবস্থানের জন্য পঞ্জশির উপত্যকা দুর্গ হিসেবে কাজ করে। পার্বত্য এই এলাকা দখলে অসমর্থ হয়েছিল সোভিয়েত ইউনিয়নও। আর সেই কারনেই, আফগানিস্তান জুড়ে নতুন করে যুদ্ধের আবহ তৈরি হতেই এই দুর্গে আশ্রয় নিয়ে তালিবান বিরোধী আন্দোলন গড়ে তুলছেন সালেহ ও তাঁর সঙ্গীরা।  তালিবান বিধ্বস্ত আফগানিস্তানে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে নর্দার্ন অ্যালায়েন্স। আর প্রথমবারেই জঙ্গিদের রুখতে সফল হয়েছে যোদ্ধারা। জয়ের আনন্দে, পঞ্জসিরে এদিন মিছিল করে উচ্ছাসপ্রকাশ করেন সালেহর অনুগামীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =