‘পরিবর্তনের’ নামে হত্যালীলা তালিবানের, ইতিহাসের পুনরাবৃত্তি

‘পরিবর্তনের’ নামে হত্যালীলা তালিবানের, ইতিহাসের পুনরাবৃত্তি

কাবুল: দীর্ঘ কুড়ি বছর পর আফগানিস্তানের দখল নিয়ে তালিবান জানিয়েছিল যে তাদের আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। এমনকি যুদ্ধ সমাপ্ত হয়েছে ঘোষণা করে কার্যত শান্তির বার্তা দিয়েছিল তারা। প্রথম থেকেই তালিবানকে কেউ বিশ্বাস করেনি আর তালিবান যেন নিজেরাই সেটা প্রমাণ করে দিল যে তাদের বিশ্বাস করা যায় না। কারণ পরিবর্তন হয়েছে এমন কথা বলার পরেও কার্যত হত্যালীলা চালাচ্ছে কারা। ইতিমধ্যেই কাবুলে তালিবান বিক্ষোভকারীদের উদ্দেশ্য গুলি চালিয়েছে তারা এবং বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলেও খবর। অর্থাৎ তালিবান আছে তালিবানেই।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, শান্তির বার্তা দেওয়ার পরেও এক বিক্ষোভকারীদের মিছিলে অবাধে গুলি চালায় তালিবান। আফগানিস্তানের আসাদাবাদ শহরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে বলেও খবর। জানা গিয়েছে, আফগানিস্তানের পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বেশ কয়েকজন এবং সেই মিছিলের উদ্দেশ্য গুলি চালায় তালিবান। আচমকা এই ঘটনা ঘটায় বেশ কয়েকজন পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এবং গুলির আঘাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও আদতে কতজন পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন সেই তথ্য এখনো সামনে আসেনি। প্রসঙ্গত আফগানিস্তান দখল করার পর তালিবান স্পষ্ট করে দিয়েছিল যে দেশের নাম এবং পতাকা বদলে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু আফগানিস্তানের সাধারণ মানুষ কোন মতেই এটা চান না তাই তারা তালিবানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। 

আরও পড়ুন- রাজ্য পুলিশকে নিয়ে গঠিত SIT-এর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না সরকার, নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, ক্ষমতা দখলের পর তালিবান স্পষ্ট জানিয়েছিল, দেশের নতুন নাম হতে চলেছে ‘ ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান’, বদলে যেতে চলেছে সেই দেশের চিরাচরিত পতাকা। এই খবর সামনে আসতে আরো বেশি আতঙ্কে চলে গিয়েছে আফগানরা কারণ তারা মনে করছে এবার আগের মতোই ইসলামিক আইন তৈরি হবে আফগানিস্তানে। যেখানে মহিলাদের বিরুদ্ধে একাধিক ফতেয়া জারি করা হবে এবং হয়তো কথায় কথায় দেওয়া হবে মৃত্যুদণ্ড। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির কথা চিন্তা করে আতঙ্কের আবহ তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + one =