বহু ভারতীয় সহ ১৫০ কে অপহরণ করল তালিবান, চরম উদ্বেগে নয়াদিল্লি

বহু ভারতীয় সহ ১৫০ কে অপহরণ করল তালিবান, চরম উদ্বেগে নয়াদিল্লি

কাবুল: বহু ভারতীয় সহ ১৫০ জনকে অপহরণ করল তালিবান৷ কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে খবর৷ অপহৃতদের মধ্যে আছেন শিখ আফগানিরা৷ অন্যদিকে কাবুলের পথে চলছে তালিবানের রুট মার্ট৷ 

আরও পড়ুন- কাঁটা তারে ঝুলছে শিশু, গেট ধরে কাঁদছেন মহিলারা, চরম বিশৃঙ্খলা কাবুল বিমানবনদের

বহু ভারতীয় এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন৷ এর মধ্যে রয়েছে বাংলার বহু যুবকও৷ তাঁরা ঘরে ফেরার চেষ্টা করলেও এখনও সকলকে ফেরানো সম্ভব হয়নি ভারত সরকারের তরফে৷ তবে বহু মানুষই ঘরে ফিরেছেন৷ কিন্তু উদ্বেগ এখনও কমেনি৷ বিগত কয়েক দিন ধরেই শয়ে শয়ে মানুষ কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে জড়ো হচ্ছিলেন দেশ ছাড়ার অপেক্ষা৷ আবার ভিন দেশের নাগরিকরা উপস্থিত হয়েছেন ঘরে ফেরার তাগিদে৷ বিমানবন্দরে উপস্থিত মানুষকে ভয় দেখাতে, তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি করতে বারবার গুলি চালিয়েছে তালিবান৷ সেই ঘটনার পর আজ অপহরণের খবরে উদ্বেগে নয়াদিল্লি৷ জানা গিয়েছে, সাত-আটটা গাড়ি করে আজ বিমান বন্দরের দিকে আসছিলেন তাঁরা৷ বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকেই অপহরণ করা হয় তাঁদের৷ অপহৃতদের অধিকাংশই ভারতীয়৷ জানা গিয়েছে, তালিবান অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অনেকেই গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েন৷  আফগান সংবাদ সূত্রে আরও একটি খবর মিলেছে, এই ১৫০ জনকে অপহরণ নয়, তাঁদের বিমান বন্দরের অন্য গেটে ঢুকিয়ে দেওয়া হয়৷ তবে এখনও এই বিষয়ে কেন্দ্রের করফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ ফলে এই ঘটনা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷

এ প্রসঙ্গে, প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন, ভারতীয়দের উপর তালিবানের বিশেষ নজর নেই৷ তারা চায় বিদেশি সেনারা সে দেশ ছেড়ে চলে যাক৷ কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানি সেনারা তালিবানি পোশাকে ওদের নিয়ন্ত্রণ করছে৷ তালিবানকে আর্থিক মদত দিচ্ছে৷ ওদের প্রশিক্ষণও দিচ্ছে৷ তাদের মধ্যে আগ্রহ রয়েছে, কী ভাবে ভারতীয়দের বেকায়দায় ফেলা যায়৷ এই অঅপহরণের ভিত্তিতে পরবর্তী সময়ে হয়তো ভারত সরকারের সঙ্গে নেগোশিয়েশন করা হবে৷

আরও পড়ুন- ভারতীয়দের এয়ারলিফটে নয়া কৌশল দিল্লির, ঘরে ফেরার অপেক্ষায় বহু যুবক

প্রসঙ্গত, এখনও বহু ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন৷ গতকাল একটি ভিডিয়ো বার্তায় ভারতীয়রা বলেন, ‘আমরা এতজন ভারতীয় এখানে ফেঁসে গিয়েছে৷ কোম্পানি আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থাও করছে না৷ উদ্ধারের পরিকল্পনাও নেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ, দয়া করে আমাদের উদ্ধার করুন৷’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =