তালিবান সরকার প্রতিষ্ঠা হল, সৌদি আরব কোথায়? প্রশ্ন উঠেছে

তালিবান সরকার প্রতিষ্ঠা হল, সৌদি আরব কোথায়? প্রশ্ন উঠেছে

কাবুল: ইসলামিক দুনিয়ায় সৌদি আরবের সম্মান, প্রভাব প্রতিপত্তি সম্পর্কে বিশ্বের তাবড় শক্তিশালী দেশ শ্রদ্ধাশীল। কিন্তু সেই দেশ কেন আফগানিস্তানের দৃশ্যপট থেকে আচমকা উধাও। একসময় তালিবান ছিল সৌদির মিত্র শক্তি। কিন্তু, এখন যেন তারা কোনও কিছুতেই নেই। রহস্য? সেটি কী? প্রশ্ন তুলেছে বিবিসি।

প্রশ্ন উঠেছে ইসলামিক দুনিয়ায় কি সৌদি আরবের গুরুত্ব কমেছে? নাকি, এ এক অন্যরকম সমীকরণ। ইচ্ছা করেই নিজেদের দৃশ্যপট থেকে উধাও করে রেখেছে সৌদি সম্রাজ্য? কিছুটা ইতিহাস অনেকেরই জানা। কিছুটা পর্দার আড়ালে। শুরু ১৯৮০। সোভিয়েত রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে। আফগানিস্তানে তালিবানদের আর্থিক সাহায্য করেছিল সৌদি প্রশাসন। ১৯৯৬। আফগান গৃহযুদ্ধে জিতে সরকার গঠন করে তালিবানরা। মাত্র যে তিনটি দেশ সেই সরকারকে স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে একটি হল সৌদি আরব। সেই সরকারকে তারা আর্থিক সাহায্যও করেছিল। বর্তমানে আফগানিস্তানে কোথায় সেই তালিবান? আশ্চর্যের বিষয়, কাবুলে বন্ধ সৌদি দূতাবাস।

বিবিসি বাংলার প্রতিবেদক শাকিল আনোয়ার চলতি বছরের ১৬ সেপ্টেম্বর নিজের প্রতিবেদনে লন্ডনে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শদাতা প্রতিষ্ঠান দি ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান সামি হামদিকে উদ্ধৃত করেছেন। হামদির বক্তব্য, “আফগান দৃশ্যপট থেকে সৌদি আরব উধাও।” তিনি মনে করেন বিশ্বে, এমনকি মুসলিম দুনিয়ায় সৌদির প্রভাব কমছে। অবশ্য, ইউরোপ, আমেরিকা এবং ভারতের বিশেষজ্ঞরা এই মতামতের পক্ষে নন। পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আমেরিকার মিত্র সৌদি আরব। সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরসাহিও। ভারতের নীতিও এক। তালিবানরা যতক্ষন আফগানিস্তানের আম জনতার অধিকার সুরক্ষিত করছে, নারীদের অধিকার সুরক্ষিত করছে, এই সরকারকে স্বীকৃত দেওয়ার কথা ভাবা হবে না।

সৌদি-তালিবান সম্পর্কের ভাঙনের শুরু হয়েছিল ১৯৯৮ সালে। আল-কায়দা জঙ্গি গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেন আশ্রয় নেন আফগানিস্তানে। সৌদি আরব আফগানিস্তানকে বলে লাদেনকে আটক করে তাদের হাতে তুলে দিতে হবে। সে দাবি অগ্রাহ্য করে সে সময়কার তালিবান সরকার। এরপর ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় ৯/১১ সন্ত্রাসী হামলার পর তালিবান-সৌদি সম্পর্ক হিমঘরে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =