পাশবিক তালিবান! প্রকাশ্যে তিন মহিলাসহ ১২ জনকে চাবুক মেরে ‘শাস্তি’

পাশবিক তালিবান! প্রকাশ্যে তিন মহিলাসহ ১২ জনকে চাবুক মেরে ‘শাস্তি’

কাবুল: তালিবান দখল নেওয়ার পর আফগানিস্তানের অবস্থা কী হতে পারে তার আন্দাজ আগে থেকেই ছিল। বর্তমানে হচ্ছেও তাই। সে দেশের মানুষরা যে কী পরিস্থিতিতে আছেন তা আরও একবার স্পষ্ট হল এই ঘটনায়। খোলা ফুটবল মাঠে চাবুক মেরে শাস্তি দেওয়া হল তিন মহিলা সহ ১২ জনকে। সেই দৃশ্য দেখতে স্টেডিয়ামে ভিড় জমালেন সাধারণ মানুষও। তালিবান অধ্যুষিত আফগানিস্তানের এই ছবি দেখে সত্যিই সকলে শিহরিত।

আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে কিমের ‘ব্রহ্মাস্ত্র’! কী আছে উত্তর কোরিয়ার এই পারমাণবিক ডুবোজাহাজে?

জানা গিয়েছে, ‘নৈতিক অপরাধ’ করায় ১২ জনকে শাস্তি দিয়েছে তালিবান শাসকরা। যদিও সঠিক ভাবে জানা যায়নি যে তারা কী অপরাধ করেছিলেন, তবু সূত্রের খবর, ডাকাতি ও সমকামিতার ‘অপরাধের শাস্তি’ পেয়েছেন ওই ১২ জন। শরিয়া আইন মেনে তাঁদের সকলকে  ২১ থেকে ৩৯ বার চাবুক মারা হয়েছে বলে দাবি করা হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তালিবানের এক মুখপাত্র জানিয়েছেন, চাবুকের শাস্তি দেওয়ার পর ওই তিন মহিলাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাকিদের সঙ্গে আর কী করা হয়েছে তা জানান হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট তালিবান পুনরায় আফগানিস্তানের দখল নিয়েছে। দীর্ঘ ২০ বছর পর কাবুলিওয়ালার দেশে ফিরেছে আতঙ্কের তালিবান শাসন। রাষ্ট্রপুঞ্জ প্রথম থেকেই তালিবানকে অনুরোধ করেছিল নারীদের সুরক্ষা নিয়ে ভাবতে। সেটা যে মানা হয়নি তা এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিয়েছে। এমনিতেই ক্ষমতা দখল নেওয়ার পর তালিবান দেশে  মহিলাদের জন্য একাধিক ফতোয়া জারি করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =