করোনায় মৃত্যু তবলিঘি জামাতের ফৈজলবাদ প্রধানের, বাড়ছে উদ্বেগ!

করোনায় মৃত্যু তবলিঘি জামাতের ফৈজলবাদ প্রধানের, বাড়ছে উদ্বেগ!

 

ইসলামাবাদ: দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের সমাবেশকে কেন্দ্র করে বিতর্ক এখনও অব্যাহত৷ এই সংগঠনের প্রধান মৌলানা সাদের করোনা সংক্রমণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷ এরই মধ্যে সর্বভারতীয় ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ফৈজলাবাদ তবলিঘি প্রধান মৌলানা সুহাইব রুবির মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে৷ এছাড়াও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তবলিঘির প্রায় ১১০০ জনের শরীরে কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছে৷

গত মাসে দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ ভবনে অনুষ্ঠিত হয়েছিল তবলিঘি জামাতের সমাবেশ৷ গত মাসে লাহোরেও আয়োজিত হয়েছিল সংগঠনের বিশেষ সমাবেশ৷ পাকিস্তান সরকারের তরফে করোনা পরিস্থিতিতে ধর্মীয় সভা বাতিল করার অনুরোধ জানানো হয়েছিল৷  তা সত্ত্বেও ভারতের মতো পাকিস্তান, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল ওই বিশেষ সমাবেশ৷ লাহোরের জমায়েতকে কেন্দ্র করে পাকিস্তানেও করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে সূত্রের খবর৷ লাহোরের তবলিঘির ওই সভায় যোগ দিয়েছিলেন সংঠনের ফৈজলাবাদ প্রধান সুহাইব রুমি৷ ৬৯ বছরের মৌলানা সেখান থেকেই করোনায় আক্রান্ত হন৷ ফৈজলাবাদের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলি বলেছেন, মৌলানার পরিবারের আরও ৫ জন কোভিড ১৯ ভাইরাস সংক্রামিত৷ তাঁদের আইসোলেশনে রাখা হয়েছিল৷ তার মধ্যে মৌলানা সুহাইব রুমির মৃত্যু হয়েছে বলে বিজনেস স্ট্যান্ডার্ডে প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷

এদিকে দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ ভবনেও তবলিঘি জামাতের সমাবেশ আয়োজিত হয়েছিল মার্চ মাসে৷ এই ঘটনাকে কেন্দ্র করে আইন অমান্যের অভিযোগ টেনে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৩১ মার্চ এফআইআর দায়ের করে জমায়েতে যুক্ত ৭ জনের বিরুদ্ধে। জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মহম্মদ সলমন, মহম্মদ আশরাফের সঙ্গে তবলিঘি জামাত প্রধান সাদের নামও ছিল ওই তালিকায়৷ তবে নিজামুদ্দিনের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর থেকেই পুলিশের খাতায় তিনি নিখোঁজ বলে জানা গিয়েছে৷ তাঁর আইনজীবী তৌসিফ খান অবশ্য জানিয়েছেন, ‘১৪ দিনের সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন মৌলানা সাদ৷ তাঁর কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ হলেই তদন্তে যোগ দেবেন তিনি৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =