করাচি: কখন, কোথায়, কীভাবে প্রত্যাঘাত করা হবে তা ঠিক করবে পাকিস্তান। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর একথা জানান পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে যা সংসদকে সবকিছু জানাবে।
তারা ভারতের সব দাবিকে অসত্য বলে বর্ণনা করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ভারতে নির্বাচনী আবহাওয়ায় আঞ্চলিক শান্তি ও স্থায়িত্বকে বন্ধক রেখে এই কাজ করা হয়েছে। যেখানে বিমানহানা হয়েছে, সেখালে প্রকৃত পরিস্থিতি সরেজমিনে দেখাতে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিয়ে যাবে পাক সরকার। একইসঙ্গে সবরকমের অবস্থার জন্য জনগণকে তৈরি থাকতেও বলা হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের সংসদে তুলোধোনা করা হয়েছে ইমরানকে। মঙ্গলবার বিরোধীরা সংসদে ইমরানের উদ্দেশে শেম, শেম বলে আওয়াজ তোলে। এই ধিক্কারের মুখে পড়ে পাক মন্ত্রীরা তাদের থামানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। দ্বিগুণ জোরে ইমরানের সরকারের বিরুদ্ধে শেম, শেম ধ্বনি ওঠে। ভারত আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাক বিমানবাহিনী পাল্টা দেওয়ার আগেই তারা পালিয়ে বলে সরকার যে বিবৃতি দিয়েছে, তা মানতে নারাজ পাকিস্তানের বিরোধী দলের নেতারা।