লক্ষ্য মহাকাশ, এবার সুপারসনিক বিমানের ইঞ্জিন বানাবে গাড়ি নির্মাতা সংস্থা

লক্ষ্য মহাকাশ, এবার সুপারসনিক বিমানের ইঞ্জিন বানাবে গাড়ি নির্মাতা সংস্থা

ওয়াশিংটন: রোলস রয়েস, বিশ্বের বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা৷ এবার, সড়ক থেকে তাদের গন্তব্য হতে চলেছে সহাকাশ৷ বিশ্বের বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা রোলস রয়েস বানাতে চলেছে মহাকাশে যাওয়ার বিশেষ ইঞ্জিন৷ সেই বিমান ছুটবে শব্দের থেকে তিন গুণ বেশি গতিতে৷ মাটি থেকে প্রায় ৬০ হাজার ফুট কিংবা বলা যেতে পারে মাটি থেকে ১৮ হাজার মিটার উচ্চতায় এই বিমানটি উড়তে পারবে৷

বিশাল ক্ষমতার এই বিমান সাধারণ বিমানের থেকে প্রায় দ্বিগুণ উঁচুতে উড়তে পারবে৷ ত্রিকোণাকৃতির ‘মাক ৩’ বিমানের নকশা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে৷ গত বছর যাত্রা শুরু করেছে মার্কিন স্পেস ট্যুরিজম কোম্পানি ভার্জিন গ্যালাকটিক৷ গত মে মাসে অতি দ্রুতগতির প্রযুক্তি আবিষ্কার করে নাসার সঙ্গে চুক্তি সই করেছে তারা৷ সেই সূত্রে ধরে এবার মহাকাশ ভ্রমণে বাণিজ্যিক বিমান তৈরি করল এই সংস্থা৷

জানা গিয়েছে, রোলস রয়েস তাদের বিজ্ঞানীদের দিয়ে নয়া বিমানের ইঞ্জিন তৈরি করবে৷ সংস্থার দাবি, এই মুহূর্তে যে সুপারসনিক বিমান রয়েছে, সেগুলি ‘মাক ২’ শ্রেণির৷ যা শব্দের থেকে প্রায় দু’গুণ গতিতে ছুটতে পারে৷ ১৯৭৬-২০০৩ সালে তৈরি বিমানে এই প্রযুক্ত ব্যবহার করা হয়েছে৷ কিন্তু, গ্যালাকটিক ও রোলস রয়েসের তৈরি ইঞ্জিন শব্দের থেকে ৩ গুণ গতিতে ছুটতে পারবে৷স্পেস এক্স সহ বিশ্বের একাধিক সংস্থা এমন বিমান বানানোর জন্য লড়াই চালাচ্ছে বলে জানা গিয়েছে৷ সাধারণ যাত্রীদের নিয়ে যাতে মহাকাশ ভ্রমণ করা যায়, নিয়ে যাওয়া যায় নাসাও প্রতিযোগিতায় শামিল হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 8 =