এবার ‘কুরুক্ষেত্রে’র আকাশ কাঁপাবে ‘মানবহীন’ পঞ্চম প্রজন্মের সুখোই Su-57

এবার ‘কুরুক্ষেত্রে’র আকাশ কাঁপাবে ‘মানবহীন’ পঞ্চম প্রজন্মের সুখোই Su-57

a619b4519d2d3f5190c0de2fc420464e

মস্কো:  সুখোই এসইউ-৫৭ হল রাশিয়ার পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান৷ যা সম্পূর্ণ রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি৷ ইতিমধ্যেই রাশিয়ার রায়ুসেনা বাহিনীর সদস্য এই যুদ্ধ বিমান৷ 

চিনা নিউজ পোর্টাল সোহু-র দাবি, সুখোই এসইউ-৫৭ এর একাধিক প্রযুক্তির কথাই আড়াল করে গিয়েছে রাশিয়া৷ সুখোই-৫৭ যুদ্ধবিমানটি নাকি পাইলট ছাড়াই উড়তে পারে৷ অর্থাৎ এতে রয়েছে আনম্যানড পাইলটিং মুড৷ এছাড়াও যুদ্ধবিমানটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা৷ এই দুই বৈশিষ্ট্যই এসইউ-৫৭ ফাইটারকে স্বতন্ত্র করে তুলেছে৷ বলা হচ্ছে এর মধ্যে রয়েছে ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তি৷

চিনা নিউজ পোর্টালের আরও দাবি, ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধবিমানকে ‘যুগান্তকারী’ করে তুলেছে রাশিয়া৷ আনম্যানড পাইলট মুড সুখোই ৫৭ কে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে৷ বর্তমান বিশ্বের আর কোনও দেশের বায়ুসেনা বাহিনীর হাতে এই শক্তি নেই৷ বেশিরভাগ আধুনিক যুদ্ধবিমান ৯ জি পর্যন্ত গতি বাড়িতে পারে৷ তবে রাশিয়ার প্রতিরক্ষা আধিকারিকদের দাবি, এসইউ-৫৭ এর আনম্যানড ভার্সান ১৫ জি পর্যন্ত চাপ সহ্য করতে পারে৷ রাশিয়ার Sputniknews.com জানিয়েছে, সুখোই এসইউ-৫৭ এর আনম্যানড ফ্লাইং মোডের পরীক্ষা নিরীক্ষা চলছে৷ পরীক্ষা চলার সময় ককপিটে একজন পাইলট উপস্থিত থাকছেন৷ তিনি শুধুমাত্র সমস্ত সিস্টেমটি নিয়ন্ত্রণ করছেন৷

চিনের হাতেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে৷ চেংদু জে-২০৷ পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএসএএএফ) এর হাতে রয়েছে এই বিমান৷ এই বিমানটি তৈরি করেছে চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন৷ সম্প্রতি তারা চেংদু জে-২০ র আনম্যানড ভার্সান নিয়েও কাজ শুরু করেছে৷ আমেরিকার প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-২২৷ আমেরিকার দ্বিতীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হল এফ-৩৫ লাইটনিং ২৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *