নির্ভয়াদের রক্ষায় যৌনতা আইন বদলে কড়া আইনি প্রস্তাব

#MeToo -র ঝড় এবার আছড়ে পড়ল স্পেনে৷ যৌন অত্যাচারের বিরুদ্ধে এবার সরব হলেন স্পেনের কয়েক লক্ষ মহিলা৷ ভারতের নির্ভয়া কাণ্ড মতোই এবার স্পেনে উলফ প্যাক গ্যাংয়ের একটি ঘটনা গোটা স্পেনে আলোড়ন ফেলে দিয়েছে৷ স্পেনে উলফ প্যাক গ্যাং প্যামপ্লোনা-র সান ফারমিনের বুল রানিং ফেস্টিভালের একদল দুষ্কৃতী স্থানীয় এক মহিলাকে যৌন নির্যাতন করে তাঁর ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে

নির্ভয়াদের রক্ষায় যৌনতা আইন বদলে কড়া আইনি প্রস্তাব

#MeToo -র ঝড় এবার আছড়ে পড়ল স্পেনে৷ যৌন অত্যাচারের বিরুদ্ধে এবার সরব হলেন স্পেনের কয়েক লক্ষ মহিলা৷ ভারতের নির্ভয়া কাণ্ড মতোই এবার স্পেনে উলফ প্যাক গ্যাংয়ের একটি ঘটনা গোটা স্পেনে আলোড়ন ফেলে দিয়েছে৷ স্পেনে উলফ প্যাক গ্যাং প্যামপ্লোনা-র সান ফারমিনের বুল রানিং ফেস্টিভালের একদল দুষ্কৃতী স্থানীয় এক মহিলাকে যৌন নির্যাতন করে তাঁর ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়া করে৷ এই ঘটনার প্রতিবাদে আদলতে দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা৷ কিন্তু, আদালতের রায় ঘিরে ছড়িয়ে পড়ে বিতর্ক৷ স্প্যানিশ আদালত জানিয়ে দেয়, যেহেতু ভিডিওটিতে কোনও হিংসার চিহ্ন ছিল না তাই অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যাবে না৷ এতেই উত্তাল হয়ে ওঠে স্পেন৷ জনরোষ নিয়ন্ত্রণে আনতে নতুন করে আইন বদলের প্রস্তাব দেওয়া হয়৷ আইন বদলে প্রস্তাব দেওয়া হয়েছে, সম্মতি ছাড়া যেকোনও ধরণের যৌনতাকে শুধুমাত্র যৌন হেনস্তা বলে ছেড়ে দিলে চলবে না৷ তার পরিবর্তে আইন কড়া করে সেটাকে ধর্ষণের দণ্ডবিধির পর্যায়ভুক্ত করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 1 =