চিন : চিনে ফিরছে প্রায় ৮০০টি প্রাচীন পাত্র ও মূর্তি। এগুলি চোরাপথে ইতালিতে গিয়েছিল। তার কয়েকটি নিওলিথিক যুগের। বাকিগুলি তুলনায় নবীন, ৯০৭ থেকে ১৬৬৪ খ্রিস্টাব্দের।এগুলি পাওয়া গিয়েছিল গানসু, কিংঘাই ও সিচুায়ান থেকে। কী করে এই ৭৯৬টি জিনিস ইতালিতে এল তা জানায়নি কর্তৃপক্ষ।
গত নভেম্বরে মিলানের একটি আদালত এগুলি চিনকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। শিল্পদ্রব্য এবং পুরাতাত্ত্বিক নিদর্শন পাচার রোধে দুই দেশের মধ্যে সম্প্রতি চুক্তি হয়েছে।
এরই পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি শিল্প সংগ্রাহক অ্যাডলফ স্কোলেসের পরিবার থেকে চুরি যাওয়া একটি ছবি নিউ ইয়র্কে তাঁর বংশধরদের কাছে ফেরত দিচ্ছে ফ্রান্স। ১৬৩৯ সালে এই ছবিটি এঁকেছিলেন ডাচ শিল্পী সলোমন কনিঙ্ক। বিষয়, একজন পণ্ডিত তাঁর কলমে ধার দিচ্ছেন। সে সময় স্কোলেস থাকতেন প্যারিসে।
হিটালারের বাহিনীর অধিকৃত দক্ষিণ ফ্রান্সে স্কোলেসদের কাছে ছিল ৩৩৩টি ছবির সংগ্রহ। এগুলি নাৎসিরা চুরি করেছিল। এর কিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল মিউনিখে হিটলারের সদর দফতরে।
দুবছর আগে চিলির এক আর্ট ডিলার নিউইয়র্কে একটি নিলামে ছবিগুলি আনলে তখন জানা যায় গোটা ব্যাপরটা। ওই ডিলার জানিয়েছেন, তাঁর বাবা ১৯৫২ সালে নাৎসি নেতা হেরম্যান গোরিংয়ের জন্য ছবি কেনার দায়িত্বে থাকা অ্যানড্রিয়াস হফারের কাছ থেকে এই ছবিটি কিনেছিলেন।
ফ্রান্সে জার্মান দখলের সময় ইহুদিদের আর্ট গ্যালারির সংগ্রহে থাকা লাখ লাখ জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। নিউইয়র্ক, ম্যাহানহাটানের নিলামঘরের কাছে এইসব চোরাই শিল্পদ্রব্য ফেরত দিতে নিয়মিত অনুরোধ করা হয়।