প্রণব-প্রয়াণে রাষ্ট্রীয় শোক বাংলাদেশে, দাদাকে হারিয়ে স্তব্ধ বোন হাসিনা

প্রণব-প্রয়াণে রাষ্ট্রীয় শোক বাংলাদেশে, দাদাকে হারিয়ে স্তব্ধ বোন হাসিনা

 

নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায়কে দাদা বলে ডাকতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ কিন্তু, আচমকা সেই দাদার প্রয়াণে স্তব্ধ বোন হাসিনা৷ সোমবার বিকেলে দাদার মৃত্যু সংবাদ শুনে বেশ কিছুক্ষণ শোকস্তব্ধ হয়ে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ পরে, সিদ্ধান্ত নেন প্রণব-প্রয়াণে বুধবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ সরকার৷ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা৷

আরও পড়ুন- প্রণব-প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, ছুটি রাজ্যে

প্রণবে সঙ্গে বাংলাদেশের সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক যোগ দীর্ঘ দিনের৷ মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশের যোগসূত্র গড়ে তুলেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রণব৷ রাজনীতির পাশাপাশি রয়েছে পারিবারিক যোগ৷ নড়াইলে প্রণবের শ্বশুরবাড়ি৷ সেই সূত্রে সাহিনা প্রতি জামাইষষ্ঠীতে নিয়ম করে তত্ত্ব পাঠাতেন দিল্লিতে৷ কিন্তু, প্রিয় দাদার ঠিকায় আর পৌঁছবে না জামাইষষ্ঠীর উপহার৷ ভাবতেই পারছেন না বোন হাসিনা৷ অসুস্থ হওয়ার পর থেকে প্রণববাবুর খবর নেওয়া হানিয়া শোকবিহ্বল৷

আরও পড়ুন- জরুরি অবস্থা ছিল রাজনৈতিক জীবনের সবথেকে দুঃসহ সময়: প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বুবধার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ সরকার৷ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে বুধবার রাষ্ট্রীয় শোকদিবস হিসাবে পালন করা হবে৷ রাষ্ট্রীয় শোকদিবসে অর্ধনমিত থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা৷

আরও পড়ুন- ক্লার্ক, অধ্যাপক, সাংবাদিক, নেতা, সাংসদ, মন্ত্রী, চিফ হুইপ … এবং রাষ্ট্রপতি

শোকবার্তা প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আপনজনকে হারিয়েছে বাংলাদেশ৷ বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ব্যক্তিগত যোগছিল৷ মুক্তিযুদ্ধেও ছিল প্রণবের বড় ভূমিকা৷ শোকবার্তায় হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পরম সুহৃদ প্রণব মুখোপাধ্যায়ের অনন্য অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়৷ মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধার৷

আরও পড়ুন- বামপন্থীদের সঙ্গে কেমন ছিল প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক? পড়ুন বিস্তারিত

হাসিনা জানিয়েছেন, ১৯৭৫ সালের ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় সহযোগিতা করেছেন৷ দুঃসময়ে তিনি খোঁজখবর রাখতেন৷ পাশে দাঁড়িয়েছিলেন৷ প্রণব করেছিলেন সহযোগিতা৷ সংকটেও সাহস জুগিয়েছেন৷ বাংলাদেশ একজন অভিভাবক ও পারিবারিক বন্ধুকে হারালো বলেও জানিয়েছেন হাসিনা৷ প্রণববাবু উপমহাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আজীবন বেঁচে থাকবেন বলেও অভিমত প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদপ্রণবের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন৷ প্রণব ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকা বাংলাদেশকে বিজয়কে ত্বরান্বিত করেছিল বলেও উল্লেখ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fourteen =