ভোট দিন, জনগণকে নির্বাচনে উৎসাহিত করতে বিবস্ত্র হলেন মার্কিন সেলেবরা

ভোট দিন, জনগণকে নির্বাচনে উৎসাহিত করতে বিবস্ত্র হলেন মার্কিন সেলেবরা

নিউ ইয়র্ক:  শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ আর মাত্র কয়েক দিন পরেই আমেরিকার নির্বাচন৷ এর আগে বিবস্ত্র হয়ে ভোটের রামাইন্ডার দিলেন আমেরিকান সেলেবরা৷ মেল-ইন-ব্যালটে নতুন পিএসএ-র প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এই অভিযানে সামিল হলেন সারা সিলভারম্যান, ক্রিস রক, টিফানি হ্যাডিশ, অ্যামি শিউমারের মতো জনপ্রিয় তারকারা৷ 

আরও পড়ুন- করোনাকালে চরম দারিদ্রে ডুবছে ১৫ কোটি মানুষ, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের

এছাড়াও চার্লস হ্যান্ডলার, জোশ গ্যাড, মার্ক রুফালো, কেরি ওয়াশিংটন এবং নওমী ক্যাম্পবেলের মতো বিখ্যাত ব্যক্তিত্বরাও ভোটের গুরুত্ব বোঝাতে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতে বিবস্ত্র হয়েছেন৷ সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতে টপলেস হয়েই ভিডিয়ো ক্লিপে উপস্থিত হয়েছিলেন সারা সিলভারম্যান৷ তিনি বলেন, ‘‘আমেরিকার আপনাদের প্রয়োজন রয়েছে’’৷ নয়া পিএসএ পদ্ধতিতে ভোটিংয়ের কথাও তুলে ধরেন তিনি৷ এছাড়াও পেনসিলভানিয়ায় কী ভাবে ব্যালটের জন্য একটি নয় দুটি খামের কথা বলে হয়েছে সে বিষয়টিও তাঁরা তুলে ধরেন৷ তুলে ধরেন ভোটের সম্পূর্ণ গাইডলাইন৷ এরই মধ্যে রসিক সারা হাত তুলে স্যালুট জানাতে গিয়ে উন্মোচিত করে ফেলেন নিজের বক্ষ৷ নিরাভরণ শরীরে হাত দিয়েই আড়াল করে রেখেছিলেন নিজের স্তন৷   

আরও পড়ুন- চলতি বছরের শেষেই আসছে ভ্যাকসিন, আশার আলো দেখাচ্ছে WHO

করোনা পরিস্থিতিতে যাঁরা ইমেল মারফৎ নিজেদের ভোট দেবেন তাঁদের উৎসাহিত করে পিএসএ৷ এর জন্য আমেরিকাবাসীরা যাতে সঠিক পদ্ধতি মেনে চলে সেই বার্তাই দেন এই সেলেব্রিটিরা৷ আগামী ৩ নভেম্বর  মঙ্গলবার আমেরিকায় ভোট৷ তবে প্রতিটি রাজ্যে সময়সীমা ও আলাদা বিধি নির্ধারিত হয়৷ তাই ভোটিংয়ের সময় কী করতে হবে আর কী করতে হবে না তা স্পষ্ট করে তুলে ধরেন জোশ গ্যাড এবং ক্রিস রক৷ এই অভিযানে সামিল হয়েছিলেন মডেল নাওমি ক্যাম্পবেল৷ জানা গিয়েছে গত কাল ৪০ লক্ষ আমেরিকান ভোট দিয়েছেন৷ যা রেকর্ড তৈরি করেছে৷ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মিশেল ম্যাকডোনাল্ড বলেন, তাঁর অনুমান এই বছর ১৫ কোটি আমেরিকান ভোট দেবেন৷ যা মোট জনগণের প্রায় ৬৫ শতাংশ৷ ১৯০৮ সালের পর যা হবে সর্বকালের রেকর্ড৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nine =