লক্ষ্য সৌদি আরব, মলদ্বীপ থেকে এবার সিঙ্গাপুরে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

লক্ষ্য সৌদি আরব, মলদ্বীপ থেকে এবার সিঙ্গাপুরে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে বুধবার সকালেই কোনওরকমে প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্যে পদত্যাগ না করেই দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কা সেনার তরফ থেকে এদিন একটি বিবৃতি দিয়ে জানানো হয় এই মুহূর্তে মালদ্বীপে নিরাপদ আশ্রয় রয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট।  কিন্তু এক রাত থাকার পরেই ফের গন্তব্য বদল গোতাবায়ার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ফ্লাইট এসভি ৭৮৮ তে চেপে সিঙ্গাপুর রওনা দিয়েছেন গোতাবায়া এবং তাঁর স্ত্রী। সিঙ্গাপুর থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দা শহরে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

প্রসঙ্গত, বুধবার সকালে লঙ্কান সেনার তরফ থেকে গোতাবায়ার মালদ্বীপে পালিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই এদিন রাতের মধ্যে মালদ্বীপের সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছিল যে বুধবার রাতেই মালদ্বীপের রাজধানী মালে থেকে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন গোতাবায়া। যদিও বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর জানায়, এখনো মালদ্বীপের রাজধানী মালেতেই রয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট। কিন্তু তারপরেই খবর মেলে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যাওয়ার তোড়জোড় শুরু করেছেন তিনি।

 এদিকে দেশ ছেড়ে পালালেও এখনও গোতাবায়ার তরফ থেকে কোনও পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি বলে খবর। অর্থাৎ এখনও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদেই অসীন তিনি। কিন্তু বুধবারের মধ্যেই তাঁর ইস্তফাপত্র জমা দেওয়ার কথা ছিল। এমনকি বুধবার মালে পৌঁছানোর পর গোতাবায়া টেলিফোনে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারকে জানিয়েছিলেন যে তিনি কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে চলেছেন এবং সেই সঙ্গে আগামী ২০ জুলাই নয়া প্রেসিডেন্ট নির্বাচনের কথাও ঘোষণা করেন। কিন্তু তারপরও  বৃহস্পতিবার বেলা গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁর ইস্তফার কোনও খবর মেলেনি বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *