কলম্বো: বিক্ষোভের আঁচে দগ্ধ শ্রীলঙ্কা৷ আর্থিক সংকটে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্র৷ বিপন্ন দেশবাসী৷ এই অবস্থায় মুখ লুকিয়ে পালালেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে৷ সূত্রের খবর, আজ, বুধবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। জানা গিয়েছে, বুধবার সকাল সকাল মলদ্বীপে পৌঁছন গোতাবায়া। ভেলানা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মলদ্বীপের প্রশাসনিক আধিকারিকরা। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মাঝেই মঙ্গলবার গভীর রাতে সস্ত্রীক দেশ ছাড়েন প্রেসিডেন্ট।
আরও পড়ুন-দক্ষিণ এশিয়াজুড়ে পরিকাঠামো উন্নয়নের নামে চিন পেতেছে ঋণের ফাঁদ!
সংবাদ সংস্থা সূত্রে খবর, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে মলদ্বীপ পৌঁছন সস্ত্রীক গোতাবায়া৷ শ্রীলঙ্কার এক আধিকারিক এএফপি-কে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে পরিবারের সঙ্গে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট৷ বুধবারই তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন স্পিকার৷ তবে এখনও পর্যন্ত ইস্তফার কথা ঘোষণা করেননি গোতাবায়া৷
গত কয়েক দিন ধরে গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল দ্বীপরাষ্ট্র। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দখল নিয়ে সেখানে রীতিমতো তাণ্ডব চালায়। বিক্ষোভের আঁচ পেয়েই আগেভাগে প্রেসিডেন্টরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় শ্রীলঙ্কার সেনা৷ এই পরিস্থিতিতে গত শনিবার গোতাবায়া স্পিকারকে জানান, বুধবারই তিনি পদত্যাগ করবেন। তবে সূত্রের খবর, প্রেসিডেন্ট নাকি এও জানিয়েছেন, তাঁকে নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলে তবেই তিনি পদত্যাগে প্রস্তুত৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>