কলম্বো: মাথার উপর ঝড়ছে বৃষ্টি৷ কিন্তু, তখনও প্রেসিডেন্ট হাউসে অভ্যর্থনা জানানো বাকি৷ বৃষ্টি মাথায় অতিথি বরণে এগিয়ে এলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় ছাতা ধরলেন ছাতা৷ অতিথি বরণের এই আন্তরিকতা পূর্ণতা পেল উপহারের ডালায়৷ প্রধানমন্ত্রী মোদিকে সমাধি বুদ্ধমূর্তির রেপ্লিকা উপহার দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট৷ এই ঘটনায় প্রকাশ্যে আসতেই ফের ভাইরাল মোদির ছবি৷
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট করে জানানো হয়, সমাধি বুদ্ধমূর্তির এই রেপ্লিকা সাদা সেগুন কাঠ দিয়ে তৈরি হয়েছে৷ অসাধারণ এই শিল্পকর্মটি শেষ হতে প্রায় ২ বছর সময় লাগে৷ ধ্যান মুদ্রায় থাকা বুদ্ধমূর্তির এই রেপ্লিকা বিশেষ বন্ধুর কাছ থেকে পাওয়া বিশেষ উপহার৷
রবিবার শ্রীলঙ্কা সফরে সিরিসেনার সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে কথা হয় প্রধানমন্ত্রী মোদির৷ সিরিসেনাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মোদি এদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হাউসে অশোকবৃক্ষের একটি চারাও রোপণ করেন৷ পরে প্রধানমন্ত্রীর ট্যুইটারে লেখেন, সংক্ষিপ্ত হলেও খুবই ফলপ্রসূ হয়েছে এই শ্রীলঙ্কা সফর৷ আমাদের হৃদয়ে বিশেষ স্থান রয়েছে শ্রীলঙ্কার৷ আমি শ্রীলঙ্কার বোন ও ভাইদের আশ্বস্ত করতে চাই, ভারত সব সময় আপনাদের পাশে থাকবে৷ স্মরণীয় অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আপনাদের ধন্যবাদ৷’’