কলম্বো: শ্রীলঙ্কায় ভয়ঙ্কর জঙ্গি হামলায় মৃতের সংখ্যা একঝটকায় কমে যাওয়ার নেপথ্যে বিস্ফোরণের বিভৎসতাকেই দায়ী করলেন শ্রীলঙ্কা প্রশাসনের আধিকারিকরা। তাঁদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু মানুষের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে যায়। তাই প্রাথমিকভাবে দেহগুলি গুনতে গিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।
স্বাস্থ্য মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বহু মানুষের দেহ একেবারে টুকরো-টুকরো হয়ে যাওয়ার ফলে একই ব্যক্তির দেহ দু’বার গোনা হয়ে গিয়েছে।’ গত বুধবার শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়েছিল, ইস্টারের রবিবার ধারাবাহিক আত্মঘাতী বিস্ফোরণে মোট ৩৫৯ জন নিহত হয়েছেন। শুক্রবার সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রক জানায়, ৩৫৯ নয়, হামলায় মারা গিয়েছেন ২৫৩ জন। মৃতের সংখ্যা একঝটকায় এতটা কমে যাওয়া প্রসঙ্গে মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অনিল জাসিঙ্ঘে বলেন, ‘দেহাবশেষগুলি এতটাই খারাপ অবস্থায় ছিল যে ফরেন্সিক বিশেষজ্ঞদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়।