মাদ্রিদ: একটা সময় ছিল, স্পেনে করোনার হটস্পটে পরিণত হয়েছিল। ইতালি ও স্পেনে করোনা আক্রান্ত ও মৃত্যুর ওপর কোনও লাগাম দেওয়া যাচ্ছিল। কঠোর লকডাউনের মধ্যে স্পেনে করোনা আক্রান্ত কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু ফের স্পেনে করোনা সংক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার স্পেনে ৯০০ বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। স্পেনের বিদেশ মন্ত্রক দেশকে নিরাপদ বলে ঘোষণা করেছেন। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণেও বলে জানানো হয়েছে।
প্রায় একমাস আগে স্পেনে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এরপর স্পেনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি বুঝে নিরাপদ দেশের তালিকা থেকে স্পেনের নাম তুলে নেয় ব্রিটেন। স্পেন থেকে ঘুরে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইন আবশ্যিক করে দেওয়া হয়। লএর জবাবেই স্পেনের বিদেশ মন্ত্রকের তরফে দেশকে নিরাপদ ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্রিটেনের এই সিদ্ধান্তের জেরে স্পেনের পর্যটন শিল্প আবার ধাক্কা খেতে চলেছে। অনেক পর্যটন সংস্থা তাদের স্পেনের ট্যুর বাতিল করে দিয়েছে। অনেকে স্পেনে ঘুরতে চলে গেলেও, তাঁর ফিরবেন কীভাবে, সেই বিষয়ে আশঙ্কা দেখতে পাওয়া গিয়েছে। বিমান সংস্থাগুলো যাত্রীর অভাবে তাঁর নির্ধারিত সূচির পরিবর্তন করছে। যার ফলে যাত্রীরা বিপাকে পড়ছেন বলে জানা গিয়েছে।
অন্য দিকে, করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি বিণামূল্যে করোনা পরীক্ষা করা হবে বলে ফরাসি প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানিয়েছেন, সম্প্রতি একটি ফরমান সই করা হয়েছে যেখানে সকলকেই করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাকা ফেরত দেওয়া হবে। “ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা নির্দিষ্ট কোন কারণ না দেখিয়ে কোনও উপসর্গ ছাড়াই যে কেউ বিনামূল্যে করোনা পরীক্ষা করতে পারে”, এমনটাই জানিয়েছেন ভেরান৷