ঘরবন্দি জীবনে জমজমাট ব্যালকনি পার্টি, সামাজিকতার নতুন পথে ইতালি

ঘরবন্দি জীবনে জমজমাট ব্যালকনি পার্টি, সামাজিকতার নতুন পথে ইতালি

ইতালি: বিশ্বজুড়ে করোনায় মহামারি চলছে৷ এই পরিস্থিতি নিজেকে বাঁচাতে সামাজিক দুরত্ব বজায় রাখা ছাড়া আর কোনও উপায় নেই৷  সারা বিশ্বের এখন বেশিরপভাগ দেশে লকডাউন চলছে৷ সারা বিশ্ব থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে৷ বিশ্বের মানুষ যেন কোনও ভালো খবরের আশা ছেড়ে দিয়েছে৷  এই পরিস্থিতি প্রায় দুই মাস আটকে থাকা ইতালির মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখেই নিজেদের মতো করে আনন্দ করলেন৷ আনন্দে মাতলেন৷ আর সেই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই  সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে৷ ভিডিও দেখে ঘরবন্দি মানুষের ঠোঁটের হালকা হাসির রেখা ফুটেছে৷

প্রায় দুই মাস গৃহবন্দি ইতালির মানুষ৷  খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না৷ ঘর থেকে বাইরে বের হতে গেলে লাগছে অনুমতি৷ বাইরে বের হলেও সামাজিক দুরত্ব বজায় রাখতে হচ্ছে৷ এর মধ্যেও নিজেদের আনন্দের রসদ নিজেরা জুটিয়ে নিলেন৷ কোন উৎসবে তাঁরা সামিল হয়েছেন বোঝা যায়নি৷ কিন্তু তাঁরা উৎসহে সামিল হয়েছেন৷ লম্বা বাঁশের একেবারে কোনায় ওয়াইনেক গ্লাস বেঁধে দিয়েছেন শক্ত করে৷ এবার সবাই নিজেদের বারান্দা থেকে সেই বাঁশটা বের করে দিয়েছেন৷ যার ফলে প্রতিবেশিদের গ্লাসের সঙ্গে গ্লাস লাগিয়ে উল্লাস বলা সহজ হয়ে গেল৷ সঙ্গে মানা হল সোশ্যাল ডিসট্যান্সসি্ং৷ মনে করা হচ্ছে ইতালির বাসিলিকাতা শহরের ঘটনা৷

মুড়ো রিসিজিলায়ানো ফেসবুকে এই ভিডিওটি প্রকাশ করেছেন৷ ইতিমধ্যে ৫.৬ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন৷ লাইক দিয়েছেন ৪৩ হাজার মানুষ৷ অনেকে ভিডিওতে কমেন্ট করেছেন৷ একজন লিখেছেন, যতই মানুষকে বন্দি রাখা হোক না কেন, মানুষ আসলে সামাজিক জীব৷ সামাজিকতার নতুন নতুন পন্থা ঠিক মানুষ বের করে নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =