মৃত্যুপুরী ইতালিত! করোনা কোপে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

মৃত্যুপুরী ইতালিত! করোনা কোপে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

রোম: ইতালি করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৫০৩৷  করোনা ভাইরাসে ইতালিতে  সর্বাধিক ৭৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ইতালি স্বাস্থ্য দপ্তরের রিরোর্টে জানা গিয়েছে, বুধবার ৬৮৩ জনের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার ৭৪৩ জনের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে৷ সোমবার ৬০২ ও রবিবার ৬৫০ জনের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে৷ মাঝের দুই দিন করোনা ভাইরাসে মৃত্যু কমলেও ফের বেড়ে গিয়েছে৷  গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৫,২০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন৷

অন্য দিকে, ব্রিটেনে দ্রুত  করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে৷ এখনও ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে  ব্রিটেনের অবস্থা কিছুটা ভালো হলেও  দ্রুত আক্রান্তের সংখ্যা ছড়িয়ে পড়ছে৷ ব্রিটেনে ইতিমধ্যে ৫০০ জনের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন৷ আক্রান্ত হয়েছেন ১০ হাজার৷ আক্রান্তদের মধ্যে  প্রিন্স ফিলিপ রয়েছেন বলে জানা গিয়েছে৷ সম্প্রতি বাকিংহাম প্যালেসে একজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায় তাঁরা  স্কটল্যান্ডে চলে আসেন৷ তাঁর স্ত্রী করোনা ভাইরাসের জেরে আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে৷

ইতালির থেকে স্পেনে মৃত্যুর হার বেশি দেখা দিয়েছে৷ ইতিমধ্যে স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার স্পেনে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫৬,১৮৮৷ গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে স্পেনে ৭০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *