ম্যাঞ্চেস্টার: সমকামী ভাইয়ের বাবা হওয়ার ইচ্ছেকে সম্মান দিতে নিজেই তাঁর সন্তান ধারণ করলেন! এহেন ঘটনা এদেশে ঘটলে কী হত, তা বলা কঠিন৷ তবে আশার বাণী, এই নজির সৃষ্টিকারী ঘটনাটি সুদূর ইংল্যান্ডের৷ সেখানে অবশ্য ওই মহিলার সাহস ও বিবেচনাকে কুর্ণিশ জানিয়েছেন সবাই৷
ইল্যান্ডের ম্যাঞ্চেস্টারে এক সমকামী পুরুষ এবং তাঁর সঙ্গী সন্তান চেয়েছিলেন৷ কিন্তু প্রাকৃতিকভাবে মা হওয়ার সৌভাগ্য যে শুধু নারীদের হাতে করায়ত্ত৷ কী উপায়? এমন সময় তাঁদের পাশে দাঁড়ালেন একজনের দিদি৷ ওই মহিলার এমন সাহসী পদক্ষেপকে কুর্ণিশ না জানিয়ে পারেননি সেখানকার মানুষ৷ ট্রেসি হলস নামে বছর বেয়াল্লিশের ওই মহিলা সম্প্রতি এক সুন্দর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন৷
তাঁর ৩৮ বছরের ভাই অ্যান্টনি ডিগান সমকামী৷ কিন্তু তাঁর এবং ৩০ বছরের সঙ্গী রে উইলিমসের অনেকদিন ধরেই বাবা হওয়ার ইচ্ছে৷ নিজেদের সেই বাসনা পূরণ করতে তাঁরা বায়োলজিক্যাল ফাদার হওয়ার চেষ্টা করতে থাকেন৷ এজন্য তাঁরা সারোগেসি ইউকে-র সোশ্যাল ইভেন্টের সঙ্গে যোগাযোগ করেন৷ একবছর ধরে অনেক সাধ্যসাধনার পরও কোনও সমাধান না হওয়ায় তাঁরা খুবই নিরাশ হয়ে গিয়েছিলেন৷ ভাইয়ের হতাশা দেখে তাঁদের সাহায্য করতে এবং ফের মা হওয়ার ঝুঁকি নিতে এগিয়ে আসেন দিদি ট্রেসি হলস৷ ট্রেসি বিবাহিতা এবং তাঁর ছ’টি সন্তান রয়েছে৷ দিদির প্রস্তাবে রাজি হতে দেরি করেননি ভাই ডিগানও তাঁর সঙ্গী রে৷ স্ত্রীর এই প্রক্রিয়ায় সাফল্য নিয়ে স্বামী সন্দিহান হলেও, ট্রেসি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন৷
গত বছর ১২ অক্টোবর ট্রেসি একটি পুত্রসন্তানের জন্ম দেন৷ শিশুটির নাম রাখা হয়েছে থিও৷ বাবা হওয়ার সাধপূরণ হয় ডিগান এবং তাঁর সঙ্গী রে উইলিমসের৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই যেহেতু বাবা হওয়ার ইচ্ছে ছিল, তাই ডিগান এবং উইলিমসের শুক্রাণু একসঙ্গে সংরক্ষণ করা হয়েছিল৷ তবে থিও-র বায়োলজিক্যাল ফাদার কে, সেটা জানানো হয়নি৷ তাঁরা নিজেরাও জানতে চাননি৷