গ্রীস: ইউরোপ সহ সারা দুনিয়ার চোখ ছিল ব্রিটেনের অনাস্থা ভোটের দিকে। ভারতীয় সময়ে বুধবার রাতে একইভাবে অনাস্থা ভোট হয় আথেন্সে। গ্রীসের সাইরিজা সরকারের উপর থেকে তথাকথিত বাম ঘেঁষা সাইরিজার দক্ষিণপন্থী শরিক আনেল সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় অনাস্থা ভোটের মুখে পড়েন আলেক্সি সিপারেস।
৩০০ সদস্যের সংসদে আক্ষরিক অর্থে কান ঘেঁষে এ যাত্রায় রক্ষ পেয়েছেন সিপারেস। পেয়েছেন ১৫১ টি ভোট। গ্রীসের কমিউনিস্ট পার্টি কে কে ই সরকারের বিরুদ্ধে ভোট দেয়। কে কে ই-র সাধারণ সম্পাদক জানিয়েছেন, গ্রীসের জনগণের স্বার্থে সাইরিজা সরকারের অপসারণ জরুরি। কারণ এই সরকার মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো, জার্মানি অক্ষের বিশ্বস্ত বন্ধু হিসেবে জনগণের বিরোধী ব্যায়সংকোচ ও ছাঁটাই নীতি নিয়েই চলছে।