ঢাকা: বাংলাদেশের বহু জায়গায় দুর্গা প্রতিমা এবং দুর্গা মণ্ডপ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। উৎসবের মাঝে এমন উত্তেজনার খবর স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে বাংলাদেশ সরকারের। জানা গিয়েছে, যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বাংলাদেশের পূর্ব প্রান্ত এবং ভারতের ত্রিপুরা রাজ্য লাগোয়া জেলায়। ইতিমধ্যেই এই ঘটনায় মুখ খুলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা এই ঘটনাগুলির সঙ্গে জড়িত তাদের তিনি খুঁজে বার করবেনই।
একটি পুজো মণ্ডপে কোরানের অসম্মান করা হয়েছে বলে অভিযোগ ওঠে এবং সেই প্রেক্ষিতেই ভাঙচুর হয়। এছাড়াও একাধিক জায়গায় প্রতিমা এবং মণ্ডপ ভাঙার অভিযোগ উঠে এসেছে। বাংলাদেশের চাঁদিপুর, চট্টগ্রামের বাঁশখালী থেকে শুরু করে কক্সবাজার এলাকাতে ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যা উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষিতেই হাসিনা বলেন, ধর্ম যাঁর, যাঁর, কিন্তু উৎসব সকলের। বাংলাদেশে এটা সবসময় ছিল, আছে। প্রত্যেকে সেই উৎসবে সামিল হয়ে একসঙ্গে উপভোগ করেন। কিন্তু মাঝে মাঝে এই চেতনায় খেদ পড়ে তাই এই ধরণের ঘটনা ঘটে। কিন্তু তিনি এসব মেনে নেবেন না। এই ধরনের ঘটনা যারা ঘটাবে, তাদের খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির পদক্ষেপ নেওয়া হবে।
আগেই বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছিল যে, এই ঘটনাগুলিকে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে এবং খুব তাড়াতাড়ি দোষীর শাস্তি পাবে। একই সঙ্গে পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের ২২ জেলায় ইতিমধ্যেই বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে অন্যতম কুমিল্লা, মুন্সিগঞ্জ, নর্সিংদি। জানানো হয়েছে, জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে এই সমস্ত জেলায়।