‘আমি সক্রিয় রাজনীতিতে আসতেও প্রস্তুত’, অবস্থান বদলে জানালেন হাসিনা-পুত্র জয়

ওয়াশিনটন: ছাত্র আন্দোলনের জোয়ারে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছড়ার পরই তাঁর পুত্র সাজিব ওয়াজেদ জয় জানিয়েছিলেন, এবার রাজনীতি থেকে অবসর নেবেন…

ওয়াশিনটন: ছাত্র আন্দোলনের জোয়ারে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছড়ার পরই তাঁর পুত্র সাজিব ওয়াজেদ জয় জানিয়েছিলেন, এবার রাজনীতি থেকে অবসর নেবেন তাঁর মা৷ এমনকি হাসিনা আর রাজনীতিতে থাকতে চান না বলেও জানিয়েছিলেন তিনি৷ কিন্তু অভিযোগ, হাসিনা দেশ ছাড়ার পরই আওয়ামী নেতা-কর্মীদের উপর অত্যাচার শুরু হয়েছে৷ খুনও হয়েছেন অনেকে৷ এই অবস্থায় অবস্থান বদল করলেন জয়৷ তিনি জানালেন হাসিনা দেশে ফিরবেন৷ সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অপেক্ষা৷

 

এর আগে জয় এও জানিয়েছিলেন তাঁর রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত বদল করতে চান তিনি৷ ওয়াশিংটন থেকে ফোনে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘আমাদের দল এবং কর্মীদের রক্ষা করতে যা যা করার দরকার, আমি করব। যদি রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলেও পিছপা হব না। আমার রাজনীতিতে আসার কোনও উচ্চাঙ্ক্ষা কোনও দিন ছিল না। বরং আমেরিকায় পাকাপাকি ভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশের নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয়েছে। এমতাবস্থায় দলের স্বার্থে আমি সক্রিয় ভূমিকা নিচে চাই।’’