নেপাল: স্কুল পড়য়া ও শিক্ষকদের নিয়ে নেপালের পাহাড় থেকে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ২৩ জনের৷ মৃতদের প্রত্যকের বয়স ১৬ থেকে ২০-র মধ্যে৷ দুর্ঘটনায় দুই শিক্ষক ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে৷ ১৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, শুক্রবার স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষকরা গিয়েছিলেন শিক্ষামূলক ভ্রমণে৷ বাসে ছিল মোট ৩৭ জন৷ এদিন সমতলে ফেরার পথে হঠাৎ উলটে যায় বাসটি৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুু হয় ২২ জনের৷ পুলিশ অফিসার বেল বাহাদুর পাণ্ডে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷